Sri Lotus Developers IPO: একে আইপিও না বলে বলি-তারকাদের মেলা বলা চলে। অমিতাভ বচ্চন, সাহরুখ খান, সারা আলি খান, হৃতিক রোশন, রাজকুমার রাও সকলেই এই আইপিওতে ইতিমধ্যেই বিনিয়োগ করেছেন। সংস্থার নাম শ্রী লোটাস ডেভেলপারস অ্যান্ড রিয়েলটি লিমিটেড (Sri Lotus Developers IPO)। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ৭৯২ কোটি টাকা (Upcoming IPO) সংগ্রহ করতে চাইছে সংস্থা। দিনে দিনে ভারতের আইপিও বাজারে তারকাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। আপনি কি এই আইপিওতে বিনিয়োগ করবেন ?
শাহরুখ খানকে দেওয়া হয়েছে ৬.৭৫ লক্ষ শেয়ার
শ্রী লোটাস ডেভেলপারসের প্রকাশিত প্রসপেক্টাস থেকে জানা গিয়েছে ২৪ ডিসেম্বরে এই সংস্থা শাহরুখ খানের ফ্যামিলি ট্রাস্টকে ৬.৭৫ লক্ষ শেয়ার অ্যালট করেছে। একইভাবে অমিতাভ বচ্চনকেও দেওয়া হয়েছে ৬ লক্ষ ৬৬ হাজার ৬৭০টি শেয়ার। হৃতিক রোশনের কাছে আছে ৭০ হাজার শেয়ার, টাইগার শ্রফের কাছে আছে ৩৩ হাজার ৩০০ শেয়ার। এই তালিকা এখানেই শেষ নয়, এই সংস্থায় বিনিয়োগ রয়েছে রাকেশ রোশন, সাজিদ নাদিয়াদওয়ালা, আশিস কাচোলিয়া, একতা রবি কপূর, তুষার রবি কপূর, জিতেন্দ্র কপূর প্রমুখদেরও।
আরও পড়ুন; SBI: স্টেট ব্যাঙ্কের এই নয়া স্কিম লাখপতি করবে, শিশু ও প্রবীণরা পাবেন বাড়তি সুবিধে; বিনিয়োগ করবেন ?
মাল্টিব্যাগার চিনতে পারেন আশিস কাচোলিয়া
এই সংস্থার বিনিয়োগকারীদের নামের মধ্যে বহু তারকাদের নাম জড়িয়ে আছে, রয়েছে অজয় দেবগণের নামও। তবে সবথেকে আশ্চর্যের হল আশিস কাচোলিয়ার নাম। তিনি মাল্টিব্যাগার স্টক চিনতে এককথায় দারুণ পারদর্শী। ভারতের স্টক মার্কেটে তাঁকে 'বিগ হোয়েল' বলা হয়।
ডিসেম্বরেই সেবির থেকে আইপিওর অনুমতি মিলেছে
মুম্বইয়ের রিয়েল এস্টেট ডেভেলপার সংস্থা লোটাস ডেভেলপারস অ্যান্ড রিয়েলটি লিমিটেড ডিসেম্বর মাসে সেবির কাছে DHRP জমা করেছে বাজারে আইপিও আনার অনুমতি পাওয়ার জন্য। মুম্বই এবং আশেপাশে রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ করে এই সংস্থা। এই আইপিওতে কোনো অফার ফর সেল থাকছে না, প্রতিটি থাকবে নতুন ইস্যু। আর এর প্রতি শেয়ারের ফেসভ্যালু রাখা হয়েছে ১ টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)