Auto: এবার মাইল্ড হাইব্রিড অপশনে পাওয়া যাবে টয়োটা ফরচুনার। নতুন পরবর্তী প্রজন্মের ফরচুনার হালকা হাইব্রিড ডিজেল (Toyota Fortuner Mild Hybrid) পাওয়ারট্রেনে পাওয়া যাবে। সম্প্রতি এই খবর দিয়েছে টয়োটা (Toyota) ।


Toyota Cars: আরও বাড়বে গাড়ির মাইলেজ
 এই গাড়িতে 2.8 লিটার ডিজেল ইঞ্জিন পাওয়া যাবে। একটি 48 ভোল্টের হালকা হাইব্রিড ব্যাটারি সিস্টেম পাবেন ক্রেতা। এখন এর ডিজেল ফরচুনার বন্ধ করা হবে। এই নতুন গাড়িতে 48v সিস্টেম সহ একটি হালকা হাইব্রিড ডিজেল পাওয়ারট্রেন আসতে চলেছে। যে কারণে গাড়ির মাইলেজ বাড়বে।


Cars: নতুন প্রজন্মের ফরচুনারে কী থাকবে
 বর্তমান ফরচুনারটি IMV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেখানে পরবর্তী প্রজন্মের মডেলগুলি আরও ফ্লেক্সিবল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। যা নতুন গ্লোবাল টয়োটা এসইউভির প্লাটফর্মে তৈরি হবে। এই গাড়ির অটো স্টপ/স্টার্ট এবং মাইল্ড হাইব্রিড সিস্টেম মাইলেজ 10 শতাংশ বাড়িয়ে দেবে। বৈদ্যুতিক মোটর এবং টর্ক বুস্টের পাশাপাশি আরও অনেক অ্যাডভান্টেজ পাওয়া যাবে গাড়িতে। তবে এই গাড়িতে বর্তমান ফরচুনারের তুলনায় পাওয়ার এবং টর্কের অনেক উন্নতি হবে।


Toyota Fortuner Mild Hybrid: নতুন ফরচুনারে কী ডিজাইন ? 
নতুন ফরচুনারের ডিজাইন সম্পর্কে কথা বললে,এটি বিশ্ব বাজারে বিক্রি হওয়া টয়োটা এসইউভির মতো হতে পারে। আগের মডেল থেকে আরও  বিলাসবহুল গাড়ি হবে এটি। এর গুরুত্বপূর্ণ জিনিসে পরিবর্তন আনবে কোম্পানি। আরও বৈশিষ্ট্যের সঙ্গে এতে নতুন প্রযুক্তিও দেখা যাবে। নতুন গাড়িটি মাইল্ড হাইব্রিড হওয়ায় এতে কম নির্গমনের পাশাপাশি আরও বেশি মাইলেজ থাকবে। তবে এর অফ-রোড ক্ষমতার কোনও পরিবর্তন হবে না।


নতুন ফরচুনার একটি শক্তিশালী হাইব্রিড হবে কি না সে বিষয়ে এখনও কোনও খবর দেয়নি কোম্পানি। তবে একটি হালকা হাইব্রিডের দিকে অগ্রসর হওয়া ডিজেল ইঞ্জিনে যাচ্ছে, তা নিয়ে ইতিমধ্য়েই বেশকিছু অটোসাইটে খবর প্রকাশিত হয়েছে।  নতুন Fortuner Mild Hybrid  2024 সালে আসবে। এর সঙ্গে ইঞ্জিন প্রযুক্তির ক্ষেত্রে এই মডেলটিতে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে। ফরচুনার ভারতে  সত্যিই একটি দুর্দান্ত গাড়ি হিসাবে প্রমাণিত হয়েছে। দেশে এটি একটি খুব জনপ্রিয় মডেল ছাড়াও বড় ব্র্যান্ড।  ইনোভা হাইক্রসের মতো এই গাড়িরও দাম অনেকটাই বাড়বে বলে আশা করা হয়েছে। 


আরও পড়ুন  Upcoming Tata Cars: এই দুই নামে আসছে টাটার নতুন গাড়ি, টাটা কার্ভ কুপে পাবে কোনটি ?


Car loan Information:

Calculate Car Loan EMI