চেন্নাই: ভাইরাল ভিডিও। দেখা যাচ্ছে এক ব্যক্তি পেট্রোল ছড়াচ্ছেন একটি ওলা (Ola) ই-স্কুটারে। তারপর দেশলাই জ্বেলে ছুড়ে দিলেন স্কুটারে। নিমেষে দাউদাউ করে জ্বলে উঠল স্কুটার। পোস্ট করতেই নিমেষে ভাইরাল গোটা ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আদতে কী হয়েছে?
সংস্থা যা বলেছিল সেই মাইলেজ (Milege) মিলছে না। রয়েছে আরও সমস্যা। ওলা ই-স্কুটার নিয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। এমনকি গাড়িটি রেজিস্ট্রেশন করা নিয়েও দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন তিনি। এই পরিস্থিতিতে একটি জায়গা থেকে ফেরার সময় মাঝপথেই চার্জ ফুরিয়ে যায় গাড়িটির। বারবার ফোন করেও সংস্থার থেকে কোনওরকম সুবিধাই পাননি। রাগের চোটে শেষ পর্যন্ত পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছেন নিজের স্কুটারটি। গোটা ঘটনা ভিডিও তুলে টুইটারেরও পোস্ট করেছেন ওই ব্যক্তি। যা নিমেষেই ভাইরাল হয়েছে।
অভিযোগ কী?
একটা-দুটো নয়, একাধিক অভিযোগ রয়েছে ওই ব্যক্তি জি পৃথ্বীরাজের (G. Prithviraj)। সংবাদ সংস্থা IANS-কে তিনি বলেছেন, 'ওলা যা বলেছিল সেই মাইলেজ মিলছে না। আমি স্কুটার আগুনে জ্বালিয়ে দিয়েছি।' জানুয়ারি মাসে ওই স্কুটার কিনেছিলেন ওই ব্যক্তি। তারপর থেকেই সমস্যা হয়েছে। বিভিন্ন যান্ত্রিক সমস্যা ছিল। আওয়াজ হতো। ব্রেক নিয়েও সমস্যা ছিল। তার উপর যা মাইলেজ বলা হয়েছিল তা পাওয়া যাচ্ছে না। সংস্থা যা বলছে, তার একের তিন ভাগ মিলেছে। সংস্থাকে বারবার অভিযোগ জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি বলে তাঁর অভিযোগ। একাধিকবার সার্ভিসিং হয়েছে, তারপরেও সমস্যা মেটেনি।
আরও বড় ভোগান্তি:
গাড়িটি রেজিস্ট্রেশন করা নিয়েও সমস্যা ছিল। Regional Transport Office (RTO) অফিসে রেজিস্ট্রেশন করায়নি সংস্থা। পরে Gudiyatham নামে একটি জায়গায় গাড়িটি রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করা হয় সংস্থার তরফে। কিন্তু গাড়িটি আদতে ছিল আম্বুর (Ambur)-এর। মঙ্গলবার দীর্ঘ পথ চালিয়ে Gudiyatham-এ পৌঁছন তিনি। কিন্তু Gudiyatham RTO-গাড়িটি রেজিস্ট্রেশন করতে অস্বীকার করে। কারণ আম্বুরে একটি RTO রয়েছে। শেষ পর্যন্ত ফিরে আসতে হয় ওই ব্যক্তিকে। কিন্তু সেখানেও গোলযোগ। রাস্তার মাঝেই হঠাৎ করে চার্জ শেষ হয়ে যায় ওলা স্কুটারটির। তীব্র গরমের মাঝে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি। বাধ্য হয়ে ওলার সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু স্কুটারটিকে তুলে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে বলা হয় জি পৃথ্বীরাজকে। তারপরেই ধৈর্য্যের বাঁধ ভাঙে ওই ব্যক্তির। সঙ্গীকে পেট্রোল কিনে আনতে বলেন। তারপর সেই পেট্রোল দিয়েই জ্বালিয়ে দেন স্কুটারটি।
আগেও সমস্যা:
ইলেকট্রিক স্কুটির পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। বেশ কিছু ক্ষেত্রে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেই আগুন ধরে গিয়েছে। সেই ঘটনার পর S1 PRO মডেলের প্রায় দেড় হাজার স্কুটার ফেরত নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে ওলা।
আরও পড়ুন: সেডান হলেও রয়েছে হ্যাচব্যাকের দক্ষতা, রাস্তার রাজা টয়োটা ক্যামরি হাইব্রিড