Volkswagen Polo Legend: ভারতে এল ফক্সওয়াগনের নতুন পোলো লিজেন্ড সংস্করণ। এই মডেলের মাত্র কয়েকটি গাড়ি বাজারে পাওয়া যাবে। সীমিত সংখ্যক পোলো লিজেন্ড সংস্করণ সারা দেশে ১৫১ জন ডিলারের কাছে পাওয়া যাবে। পোলো লিজেন্ড সংস্করণের মাত্র 700টি গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়ির দাম রাখা হয়েছে 10.25 লক্ষ টাকা (এক্স-শোরুম)।


Volkswagen Polo Legend: সম্প্রতি এই মডেল তৈরির 12 বছর পূর্ণ করেছে ফক্সওয়াগন। সেই কারণে কোম্পানি পোলো লিজেন্ড এডিশন লঞ্চ করেছে। এবার থেকে আর ভারতের বাজারে পাওয়া যাবে না কোম্পানির এই মডেল। যদিও পোলোর উৎপাদন বন্ধ করার আগে, 12 বছর পূর্ণ করায় নতুন সংস্করণ চালু করেছে কোম্পানি।


Volkswagen Polo Legend: গাড়ির ডিজাইন কেমন ?


কোম্পানি ভক্সওয়াগেন পোলো লিজেন্ড সংস্করণে অনেক পরিবর্তন করেছে। গাড়িটিকে স্পোর্টি লুক দিতে এতে সাইড বডি গ্রাফিক্স, কালো ট্রাঙ্ক গার্নিশ ও কালো ছাদ দেওয়া হয়েছে। এর হ্যাচব্যাক লুক অন্য সব স্ট্যান্ডার্ড মডেল থেকে আলাদা।


Volkswagen Polo Legend: ইঞ্জিন কতটা শক্তিশালী ?
ভক্সওয়াগেন পোলো লিজেন্ড সংস্করণে 1.0-লিটার 3-সিলিন্ডার TSI পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। পোলো লিজেন্ড সংস্করণটি আসল গাড়ির জিটি টিএসআই ভ্যারিয়েন্টের আদলে তৈরি করা হয়েছে। এই গাড়িটি একটি 6-স্পিড অটোমেটিক টর্ক কনভার্টার গিয়ারবক্স সহ পাওয়া যায়। এর ইঞ্জিন 110 PS শক্তি ও 175 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। এর ইঞ্জিন টিএসআই প্রযুক্তি ও মাইলেজের মধ্যে একটি ভাল ভারসাম্য বজায় রাখে। কোম্পানির দাবি, গাড়িটি দারুণ ড্রাইভিং অভিজ্ঞতা দেবে।


Volkswagen Polo Legend: পোলো লিজেন্ড সংস্করণের বৈশিষ্ট্য


নতুন পোলো লিজেন্ড এডিশনে রেয়ার পার্কিং সেন্সর, EBD সহ ABS ও স্বয়ংক্রিয় ভ্যারিয়েন্টে অফার হিল-হোল্ড পায়।হিল-স্টার্ট অ্যাসিস্ট সহ ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ পাওয়া যায় গাড়িতে। অ্যাপল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো সহ 6.5-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, অটো ক্লাইমেট কন্ট্রোল, রেইন সেন্সিং ওয়াইপার ও রিয়ার এসি ভেন্টের মতো বৈশিষ্ট্যও রয়েছে।


আরও পড়ুন : Harley Davidson Bikes: বাইক বাজারে শীঘ্রই ধামাকা ! আসছে হার্লে ডেভিডসনের এই বাইক