ভারতে লঞ্চ হয়েছে নতুন ইলেকট্রিক এসইউভি (Electric SUV) গাড়ি Volvo XC40। এই Recharge EV SUV দেশে লঞ্চ হয়েছে ৫৫.৯০ লক্ষ টাকায়। ভলভো (Volvo) সংস্থা তাদের প্রথম Full EV SUV হিসেবে ভারতে লঞ্চ করেছে XC40 Recharge গাড়ি। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, এই ইলেকট্রিক ভেহিকেলই (Electric Vehicle) প্রথম স্থানীয় ভাবে অ্যাসেম্বল করা EV luxury SUV। ফলে অন্যান্য বেশ কয়েকটি গাড়িকে বেশ ভালভাবেই পাল্লা দিচ্ছে এই এসইউভি। এবার দেখে নেওয়া যাক ভলভো সংস্থার নতুন ইলেকট্রিক এসইউভি গাড়ির খুঁটিনাটি।


ব্যাটারি এবং পারফরম্যান্স


ভলভো সংস্থার দাবি তাদের নতুন লাক্সারি ইলেকট্রিক এসইউভি XC40 Recharge মডেলে রয়েছে একটি 78kWh ব্যাটারি প্যাক। এই ব্যাটারির সাপোর্টে ৪১৮ কিলোমিটার সফর করতে পারবেন গ্রাহকরা। একটি ফাস্ট DC চার্জারের সাহায্যে Volvo XC40 Recharge গাড়িতে ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব মাত্র ২৮ মিনিটে। জানা গিয়েছে, Volvo XC40 Recharge গাড়িতে রয়েছে দুটো ইলেকট্রিক মোটর। আর এই দুই মোটর একসঙ্গে ৪০৮ বিএইচপি এবং ৬৬০ Nm of torque শক্তি উৎপন্ন করতে পারে। পারফরম্যান্সের দিক থেকেও তাক লাগাবে এই ইলেকট্রিক এসইউভি। কারণ শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতি তুলতে এই গাড়ির সময় লাগে মাত্র ৪.৯ সেকেন্ড।


ডিজাইন এবং লুক


XC40 Recharge গাড়ির ভিতরের অংশে রয়েছে লেদার-ফ্রি ইন্টিরিয়র ডিজাইন। এর সঙ্গে রয়েছে লেটেস্ট ADAS ফিচার। একটি অ্যান্ড্রয়েড ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং আরও অনেক আধুনিক ফিচার রয়েছে এই গাড়ির ভিতরের কেবিনে। গাড়ির ব্যাটারিতে রয়েছে ৮ বছরের ওয়ারেন্টি। সেই সঙ্গে রয়েছে ৩ বছরের একটি স্ট্যান্ডার্ড কার ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে ৪ বছরের জন্য একটি ডিজিটাল সার্ভিস ওয়ারেন্টি এবং একটি ওয়ালবক্স চার্জার। গাড়ি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন ভলভোর নতুন ইলেকট্রিক এসইউভি XC40 Recharge এর সমগোত্রীয় অন্যান্য গাড়ির তুলনায় অনেক সস্তা।


আরও পড়ুন- হিরো আনল এক্সপালস র‍্যালি এডিশন, পাবেন আরও অনেক বৈশিষ্ট্য, দাম কত ?