সৌভিক মজুমদার, কলকাতা : হাইকোর্টের নির্দেশে চিকিত্‍সার জন্য, সোমবার ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee )  নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর AIIMS-এ। যদিও AIIMS কর্তৃপক্ষ জানিয়ে দেয়, পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। SSKM থেকে ভুবনেশ্বর AIIMS-এ নিয়ে যাওয়া প্রসঙ্গে সোমবার সন্ধেয় মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )


 মুখ্যমন্ত্রী  মন্তব্য করেন, এএসকেএম সেরা হাসপাতাল। পশ্চিমবঙ্গের হাসপাতাল ছেড়ে কেন ভুবনেশ্বরের চিকিৎসা করতে পাঠানো হল পার্থকে? কেন্দ্রের গন্ধ আছে বলে? 


এরপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচারব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মঙ্গলবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। যদিও এই ঘটনাকে গুরুত্ব দেননি বিচারপতি বিবেক চৌধুরী। 

আরও পড়ুন  :


শুনশান নাকতলা, জল্পনা বাড়িয়ে ফেরত দিলেন পরিষদীয় মন্ত্রীর গাড়ি


বিচারপতি এদিন বলেন, বিচার ব্যবস্থার মেরুদণ্ড এত ভঙ্গুর নয় যে, কোনও ব্যক্তির মন্তব্যে তা ভেঙে যাবে। 
আদালতের রায় নিয়ে বাইরে কে কী বলল তা নিয়ে আমি চিন্তিত নই। রায়ের বিরুদ্ধে আইনি পথে চললে আমিও আইনি পথেই ব্যবস্থা গ্রহণ করি।


সোমবার যে অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিয়েছিলেন, সেখানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। সেই প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি বিবেক চৌধুরী এদিন বলেন, 
' যদি কোনও মন্তব্য করাও হয়ে থাকে, সেটাও কলকাতা হাইকোর্টের একজন প্রধান বিচারপতির সামনে করেছেন। তিনি যদি মনে করেন যে, বিচার ব্যবস্থার অবমাননা হয়নি, আমিও তাহলে মনে করছি যে বিচার ব্যবস্থা এত ভঙ্গুর নয়।'
 
পাশাপাশি তিনি মন্তব্য করেন, ' নিজে সৎ থাকলে চিন্তার কিছু নেই। আমি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। ঘুমের জন্য কোন ওষুধ খেতে হয় না।' 


ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে ভুবনেশ্বর AIIMS কর্তৃপক্ষ জানিয়ে দেওয়ার পর, মঙ্গলবার ভোরে তাঁকে নিয়ে কলকাতায় নিয়ে আসন ইডি।