Wedding Season: বিয়ের মরশুম জোরকদমে শুরু হয়ে গিয়েছে এবং ভারতে এই মরশুমে কয়েক লক্ষ বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে। আর এই মরশুমেও দেশে (Wedding Budget) প্রায় ৪৮ লক্ষ বিয়ে হতে চলেছে। আর বিয়ের খরচের দিকে তাকালে টাকার অঙ্ক আপনাকে চমকে দেবে। ১০ লাখ কিংবা ২০ লাখ টাকা নয়, বিয়ের জন্য ঠিক কত টাকা খরচ করছেন ভারতীয়রা ?
ভারতে বিয়ের জন্য কত খরচ হচ্ছে
একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে বিয়ের গড় খরচ ৩৬.৫ লক্ষ অর্থাৎ প্রায় ৩৭ লক্ষ টাকায় পৌঁছেছে। গত বছরের তুলনায় ৭ শতাংশ বেড়েছে এই বিয়ের খরচ। আর যে সমস্ত ক্ষেত্রে ভারতীয়রা ডেস্টিনেশন ওয়েডিং করেন, সেই বিয়ের খরচ হয় ৫১ লাখ টাকা।
বিয়েতে কেন বাড়ছে খরচ
বিয়েতে খরচ বেড়ে যাওয়ার মূল কারণ বিয়ের জায়গা বুকিং থেকে ক্যাটারিং পর্যন্ত খরচ বেড়ে গিয়েছে ১০ শতাংশ। 'ওয়েড মি গুড' সংস্থার পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে ভারতের মানুষ এখন তাদের বিয়ের জন্য বিবাহ পরিকল্পনাকারী থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিগুলির সহায়তা নিচ্ছে, বিবাহের দিনগুলিকে রাজকীয় করে তুলতে কোনো কাজ বাকি রাখছেন না ভারতীয়রা।
বিয়েতে ১ কোটি টাকা পর্যন্ত খরচ করেছে মানুষ
ওয়েড মি গুড নামের এই সংস্থার সমীক্ষায় ৩৫০০ জন দম্পতির সঙ্গে সাক্ষাৎকার থেকে জানা যাচ্ছে এদের ৯ শতাংশ দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য ইভেন্টগুলিতে ১ কোটি টাকা পর্যন্ত খরচ করেছে। এই ৯ শতাংশ মানুষ তাদের বিয়েতে ৫০ লক্ষ থেকে শুরু করে ১ কোটি টাকাও খরচ করেছে। ৪০ শতাংশ দম্পতির বিয়ের খরচ ছিল ১৫ লাখ টাকার কম। ২৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বিয়েতে খরচ করেছে ২৩ শতাংশ দম্পতি। আর ১৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা খরচ করেছেন বিয়েতে এমন দম্পতির সংখ্যা ১৯ শতাংশ।
আকর্ষণীয় পরিসংখ্যান
সবথেকে আশ্চর্যের বিষয় হল এই সমীক্ষায় দেখা গিয়েছে ৮২ শতাংশ দম্পতি তাদের ব্যক্তিগত সঞ্চয় এবং পারিবারিক সঞ্চয়ের মাধ্যমেই বিয়ের খরচ জোগাড় করেছেন। ১২ শতাংশ দম্পতি ঋণ নিয়েছেন এবং ৬ শতাংশ তাদের সম্পত্তি বিক্রি করে বিয়ের খরচ জোগাড় করেছেন।
CAIT-এর অনুমান
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের অনুমান যে এই বছর মোট ৪৮ লক্ষ বিয়ে হতে চলেছে। তাও শুধুমাত্র নভেম্বর-ডিসেম্বরে এবং এই বিয়ের জন্য ভারতে মোট খরচ হবে ৬ লক্ষ কোটি টাকা।
আরও পড়ুন: SEBI: নিয়ম লঙ্ঘনের অভিযোগ, রিলায়েন্সের এই সংস্থাকে ৯ লক্ষ টাকা জরিমানা করল সেবি