Gold Silver Price: হু হু করে কমছিল সোনার দাম। রেকর্ড পতন দিয়ে অনেকটাই সস্তা হয়েছিল সোনা, ভালবাসার দিনে। গতকাল বৃহস্পতিবারেও অনেকটাই কম ছিল সোনার দাম। তবে আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি ফের লাফ দিল সোনা-রুপোর দর। স্বস্তির দিন কি শেষ ? এখন কি আর কেনাই যাবে না সোনা ? সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন রেটচার্ট।
বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম ২৪ টাকা বেড়ে হয়েছে ৬১৫৪ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২৩ টাকা বেড়ে হয়েছে ৫৯৪৫ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৫৯৪৫ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬০০ টাকা। আজ শুক্রবারের বাজারে দাম বেড়েছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দামও আজ বেড়েছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭১২৩০ টাকা।
আজকের সোনার দর (১৬ ফেব্রুয়ারি, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৬১৫৪ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৫৯৪৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৫৬০০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৪৮৯৮ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৭১২৩০ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
আরও পড়ুন: Paytm Fastag: FASTag-এর সঙ্গে এখনও পেটিএম লিঙ্কড ? অনুমোদন বাতিল করল NHAI, এবার কী করবেন ?