Gold Price Today: আজও দামে বিরাট লাফ সোনার দামে। বাজেটের আগেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। সপ্তাহের শুরুতেই সোনার দাম বেড়ে গিয়েছিল অনেকটাই। বুধের বাজারেও দামের বৃদ্ধি অব্যাহত রইল। এবার আর দাম কমার আশা প্রায় নেই বললেই চলে। বুধের বাজারে কত হল সোনা ও রুপোর দাম ?

গতকালের তুলনায় ২৪ ক্যারেট সোনার দাম ১৫ টাকা বেড়ে হয়েছে ৬২৭৬ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামও প্রতি গ্রামে ১৫ টাকা বেড়ে হয়েছে ৬০৬৩ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৬০৬৩ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৭১১ টাকা। বিক্রির দাম সপ্তাহান্তে ছিল ৫৬৮৭ টাকা, ফলে আজ বাজারে এই দামও বেড়েছে প্রতি গ্রামে ১৪ টাকা হারে। রুপোর দাম খানিক কমে প্রতি কেজিতে হয়েছে ৭১,৮৪৮ টাকা।

আজকের সোনার দর (৩ জানুয়ারি, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬২৭৬
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬০৬৩
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৫৭১১
১৮ ক্যারেট  ১ গ্রাম ৪৯৯৫

 

রুপো (৯৯৯) ১ কেজি ৭১৮৪৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

গত সপ্তাহে কেমন দাম ছিল ?

২০ জানুয়ারি ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৬২২৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ছিল ৬০১৩ টাকা। সেই তুলনায় শেষ শনিবার ২৪ ক্যারেটের দাম বেড়েছে ১৪ টাকা প্রতি গ্রাম এবং ২২ ক্যারেটের দাম বেড়েছে ১৪ টাকা। হিসেবে দেখা যাচ্ছে, ২ সপ্তাহের মধ্যে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২৫ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ২৭ টাকা বেড়েছে। বুধবারের বাজারে ২৪ ক্যারেট সোনার দাম শেষ শনিবারের থেকেও ৩৫ টাকা প্রতি গ্রামে এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৩১ টাকা হারে বেড়েছে। সপ্তাহের শুরু থেকেই দামের লাফ লক্ষ করা গিয়েছে সোনা ও রুপোর।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।