Union Budget 2023: বুধবার ছিল কেন্দ্রীয় বাজেট (Budget 2023)। এদিন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট নিয়ে একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও পাওয়া গিয়েছে বিভিন্ন স্তর থেকে। আজকের বাজেট প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) উষ্মা প্রকাশ করেছেন। তাঁর কথায়, "আমরা খুব আশা করেছিলাম যে অন্তত পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস এসবের ক্ষেত্রে মানুষকে কিছু সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। সারচার্জ কম করে, শুল্ক কমিয়ে বা সাবসিডি দিয়ে, কিছুটা একটা ব্যবস্থা করা হবে। কিন্তু কিছুই হল না। এই ধরনের বাজেট পেশ করার মানে কী আমরা জানি না। তবে এই বাজেট পেশের মধ্যে দিয়ে এরা মানুষকে আর একবার ধোঁকা দেওয়ার, মোহের মোহ জালে আটকাতে চাইছে। এই হবে, তাই হবে, ওই হবে শোনা যাচ্ছে। এতদিন ধরে কী হয়েছে? শুধু হবে আর হবে শুনে গেলাম। আগামী বছর ভোট। যা বলার এই বছরই বলতে হবে। কোনওটা বলছে ২০২৫ সালে হবে, কোনওটা বলছে ২০৩৫ সালে হবে। তাহলে এখন কী হবে? বর্তমান নিয়ে কথা বলো।"
বাজেট প্রসঙ্গে কী প্রতিক্রিয়া রাজ্য়ের অর্থমন্ত্রীর?
বাজেট নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'মুদ্রাস্ফীতি কমানোর জন্য কী করা হবে সেই বিষয়ে কোনও আলোকপাত করা হয়নি। মুদ্রাস্ফীতি যদি এইভাবে হতে থাকে তাহলে এই করের ছাড় দিয়েও মানুষের লাভ হবে না কোনও। নতুন কর কাঠামো হলেও কোনও লাভ হবে না। এটা হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্তের মতো মনে হচ্ছে। কিন্তু যদি ভিতরে গিয়ে ভাবি তাহলে আমরা বুঝব যে মানুষ এর আসল ফলটা কিন্তু পাবেন না।'
বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার। এই বাজেট শুধু এক শ্রেণির মানুষের লাভের জন্য। ঘটা করে উজ্জ্বলা প্রকল্পের ঘোষণা হয়েছিল। আজ তার কোনও অস্তিত্বও নেই। বাস্তবে উজ্জ্বলা প্রকল্পে কেউ গ্যাস পাননি।' আগেও বিভিন্ন সভা থেকে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আবারও কেন্দ্রকে আক্রমণ করলেন ১০০ দিনের কাজে বরাদ্দ কমানোর অভিযোগ তুলে। এক কথায় নির্মলার বাজেটকে মমতা বললেন সুবিধাবাদীদের বাজেট। ' এই বাজেট শুধু এক শ্রেণির মানুষের লাভের জন্য'।