Wipro Share Price: দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা উইপ্রো এবার তার শেয়ারহোল্ডারদের জন্য বড় উপহার নিয়ে আসতে চলেছে। শেয়ারহোল্ডাররা পেতে পারেন বোনাস শেয়ার। আগামী ১৭ অক্টোবর এই সংস্থার বোর্ডের বৈঠক হবে এবং সেখানেই এই বোনাস শেয়ার সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। আর এই বোনাস শেয়ার (Bonus Share) দেওয়ার খবরেই গতকাল বাজারে একলাফে ৫ শতাংশ বেড়েছে উইপ্রোর শেয়ারের দাম। সোমবার ১৪ অক্টোবর এই শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে ৫৫.১.৮৫ টাকায় উঠে আসে। আজ সকালে বাজার (Wipro Share Price) খুলতেই এই শেয়ারের দাম আবারে ১.৪১ শতাংশ পড়ে যায়, ৫৪১.৮০ টাকায় ট্রেড করতে থাকে এই শেয়ার। পরে কি আরও বাড়বে দাম ?


১৩ অক্টোবর রবিবার একটি রেগুলেটরি ফাইলিংয়ে উইপ্রো জানিয়েছে আগামী ১৬-১৭ অক্টোবরে এই সংস্থার বোর্ড মিটিং হবে। সেখানেই শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সংস্থা জানিয়েছে যে এই বোর্ড বৈঠকে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হবে তা ১৭ অক্টোবর স্টক এক্সচেঞ্জকে জানানো হবে। ফলে বোঝাই যায় আগামী ১৭ অক্টোবরই এই সংস্থার বোনাস শেয়ার দেওয়া নিয়ে খবর পাওয়া যেতে পারে।


গতকালের বাজারে বোনাস শেয়ার দেওয়ার খবর পেতেই এই শেয়ার ৫৫১.৮৫ টাকায় পৌঁছে যায়। আগের ৫২৮.৪৫ টাকার ক্লোজিং লেভেল থেকে ৫ শতাংশ বেড়ে যায় এই শেয়ারের দাম। সম্প্রতি উইপ্রোর শেয়ার ৪.০৮ শতাংশ বেড়ে ৫৪৯.৮৫ টাকায় ট্রেড করছিল। তবে আজ বাজার খোলার পরেই পতন এসেছে উইপ্রোর শেয়ারে। ১.৪০ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে এই শেয়ারের দাম। গতকাল নিফটি আইটি সূচক ১.৩২ শতাংশ অর্থাৎ ৫৬০ পয়েন্ট বেড়ে গিয়েছিল।


আগামী ১৭ অক্টোবর ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করবে উইপ্রো। এই ত্রৈমাসিকে আইটি সেক্টরের শেয়ারগুলিতে দারুণ উত্থান দেখা গেলেও উইপ্রোর শেয়ারে সেভাবে কোনও গতি দেখা যায়নি। ২০২৪ সালে এখনও পর্যন্ত এই শেয়ার ১৭ শতাংশ বেড়েছে। বিগত ২ বছরের হিসেবে ৪৬ শতাংশ বেড়েছে স্টকের দাম, আর তিন বছরের হিসেবে ৩৩ শতাংশ বেড়েছে শেয়ারের দাম।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Petrol Diesel Price: ১০০ এর নীচে পেট্রোল দেশের এই শহরগুলিতে, আজ কলকাতায় জ্বালানি ভরাতে খরচ কত ?