Recruitment News: দেশের চতুর্থ বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো আগামী অর্থবর্ষ থেকে অর্থাৎ ২০২৫-২৬ থেকে ১০ হাজার থেকে ১২ হাজার ফ্রেশার নিয়োগ করবে তাদের সংস্থায়। দেশের সর্বত্র (Wipro Hiring) করা হবে এই নিয়োগ। গতকাল শুক্রবার ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার পরেই এই কথা জানিয়েছে উইপ্রো। এই সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসা ব্যবস্থায় পরিবর্তনের বিষয়ে উদ্বেগ (Wipro Recruitment) কমানোর চেষ্টা করে বলেছে যে এই সংস্থার মোট কর্মীদের একটি অংশ এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় বাসিন্দা।
বড় নিয়োগ করবে উইপ্রো
সংস্থার ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে উইপ্রোর চিফ অফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৌরভ গোভিল জানিয়েছেন, 'আমরা প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করব। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় তাদের জন্যও থাকবে সুযোগ। এখন আমাদের (Wipro Recruitment) সংস্থার কর্মীদের একাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সংস্থার কাছে এইচ ওয়ান বি ভিসার ভাল স্টক আছে, তাই যখনই প্রয়োজন পড়ে সংস্থার কর্মীদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া যায়। চাহিদা বাড়লে, সরবরাহের দিকটি সংস্থার জন্য বাধা হয়ে দাঁড়াবে না।
প্রতি ত্রৈমাসিকে ৩ হাজার জন করে ফ্রেশার নিয়োগের ইচ্ছে
সৌরভ গোভিল জানিয়েছেন যে, সংস্থাটি তাঁর সমস্ত মুলতুবি থাকা প্রজেক্টে কাজ শুরু করে দিয়েছে। এখন প্রত্যেক ত্রৈমাসিকে ২৫০০-৩০০০ জন করে কর্মী নিয়োগ করা হবে এই সংস্থায়। এই কর্মীদের মধ্যে বেশিরভাগই ফ্রেশার (Wipro Recruitment) হিসেবে নিয়োগ করা হবে। অর্থাৎ আগামী অর্থবর্ষের মধ্যেই সংস্থায় সারা দেশজুড়ে ১০ হাজার থেকে ১২ হাজার ফ্রেশার নিয়োগের কথা জানিয়েছে।
কর্মীসংখ্যা কমেছে উইপ্রোর
চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে উইপ্রোর (Wipro Hiring) কর্মচারীর সংখ্যা ১১৫৭ জন কমে গিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৭৩২ জন। আর জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই কর্মী সংখ্যা ছিল ২ লক্ষ ৩৩ হাজার ৮৮৯ জন।
চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে উইপ্রোর কনসলিডেটেড মুনাফা ২৪.৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৩৫৪ কোটি টাকা। শুক্রবার স্টক মার্কেট এক্সচেঞ্জকে দেওয়া তথ্য অনুসারে সংস্থার অপারেটিং রেভিনিউ ০.৫ শতাংশ বেড়ে হয়েছে ২২৩১৯ কোটি টাকা।