নয়া দিল্লি: বছরের শুরুতেই ধামাকা অফার জুটেছিল ভাগ্যে। রীতিমত লক্ষ্মীলাভ। কিন্তু কপালে যদি না থাকে সুখ, তাহলে যা হওয়ার সেটাই হয়েছে। লটারি থেকে কোটি টাকা জিতেও তা ফিরিয়ে দিতে হল অফিসের বসকে। যা নিয়ে অফিসের মধ্যেই ধুন্ধুমার বেঁধে যায়। তবে শেষ পর্যন্ত কী হল? কোটি টাকা কি ফিরিয়েই দিতে হল লটারি বিজেতাকে? 

চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, চিনের ঝেজিয়াং প্রদেশের নিংবোতে একটি কোম্পানি বার্ষিক বর্ষ-শেষের পার্টির আয়োজন করেছিল। উৎসবের পরিবেশকে আরও জমজমাট করতে ও উৎসাহ বাড়াতে ৫০০টিরও বেশি লটারির টিকিট বিতরণ করে। সেই লটারিতেই ওই সংস্থার এক কর্মী ৭ কোটি টাকা জিতে যান। যা নিয়ে খুশির অন্ত ছিল না ওই কর্মীর। কিন্তু এরপরই বাধে বিপত্তি। 

সংস্থার বস তখন বলেন ওই টাকা ফেরত দিতে। যা সকলের মধ্যে সমানভাবে ভাগ করে নিতে হবে। বিজয়ীকে পুরস্কারটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করে যাতে এটি সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে সমানভাবে বিতরণ করা যায়। এরপরই গোলযোগের সূত্রপাত।                                

এই খবরটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আগুনে আরও ঘি পড়ে। ফার্মের তরফে অবশ্য বলা হয়েছিল বিজয়ীর টিকিট ফেরত দেওয়ার। ফার্মটি যুক্তি দিয়েছিল যে বৃহৎ পুরষ্কারটি সমস্ত দলের মধ্যে ভাগ করা উচিত। কিন্তু বিজয়ী প্রত্যাখ্যান করলে বিরোধ বেড়ে যায় এবং স্থানীয় থানায় সমাধান করতে হয়। Yinzhou জেলার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা বিষয়টির সমাধান করেছে। "এটি একটি নাগরিক বিরোধ ছিল, এবং আমরা পক্ষগুলিকে আইনি চ্যানেলের মাধ্যমে এটি সমাধান করার পরামর্শ দিয়েছিলাম"। 

আরও পড়ুন, লটারিতে ৮০ কোটি জিতে নিরুত্তাপ! টাকা পেয়েও ড্রেন পরিষ্কারের কাজে নামলেন সাফাই কর্মী

পরে জানা যায় যে কর্মীদের মধ্যে টিকিট বিতরণের দুই দিন আগে লটারির ড্র হয়েছিল। এটিও প্রকাশ করা হয়েছিল যে সংস্থাটি অর্থ বিভাগকে নির্দেশ দিয়েছে যাতে কোনও বিজয়ী টিকিট দেওয়া না হয়। যদিও কোনও ভুলে হয়ত সেই টিকিট ওই ব্যক্তির হাতে চলে আসে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে