সান ফ্রান্সিসকো: গ্রাহক সংখ্যা কমছিল বেশ কিছু দিন ধরেই। তার জেরে এ বার বড় ধাক্কা খেল অনলাইন স্ট্রিমিম পরিষেবা প্রদানকারী সংস্থা নেটফ্লিক্স (NETFLIX INC)। মঙ্গলবার দিনের শেষে ২৬ শতাংশ শেয়ার পড়ে যায় সংস্থার। তাতে একধাক্কায় ৪ হাজার কোটি ডলার খোয়াল তারা। বছরের শুরু থেকেই নেটফ্লিক্সের শেয়ার প্রায় ৪২ শতাংশ নীচে ছিল। আগামী দিনে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে চলেছে বলে মনে করছেন সংস্থার আধিকারিকরা।


১০০ দিনেরও কম সময়ে ২ লক্ষ গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স


মঙ্গলবারই সংস্থার তরফে গ্রাহক সংখ্যা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে বলে জানায় নেটফ্লিক্স। বলা হয়, এ বছর প্রথম ত্রৈমাসিকে ২ লক্ষ গ্রাহক তথা সাবস্ক্রাইবার হারিয়েছে তারা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সম্প্রতি রাশিয়ায় পরিষেবা প্রদান বন্ধ করে দেয় নেটফ্লিক্স। তাতেই কমপক্ষে ৭ লক্ষ গ্রাহক হারাতে হয় তাদের। কড়া মুদ্রাস্ফীতি এবং প্রতিযোগিতাও ব্যবসায় প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন: WhatsApp Update: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার , শেষ কখন মেসেজ দেখেছেন জানতে পারবে না 'ওরা'


গ্রাহক ধরে রাখতে এর আগে কম টাকায় লোভনীয় অফার নিয়ে হাজির হয়েছিল নেটফ্লিক্স। এইচবিও ম্যাক্স এবং ডিজনি প্লাসের অনুকরণে বিজ্ঞাপনও রাখা হয় সস্তার প্যাকেজে। তার পরেও গ্রাহক সংখ্যা কমছিল উল্লেখযোগ্য হার‌ে। ‘স্ট্রেঞ্জার থিঙ্গস’, ‘ওজার্ক’-এর মতো জনপ্রিয় সিরিজ খুব শীঘ্র ফিরছে নেটফ্লিক্সে। তার সত্ত্বেও আরও ২ লক্ষ গ্রাহক হারাতে হতে পারে বলে আশঙ্কা করছে নেটফ্লিক্স। ২০১১ সাল থেকে গ্রাহক সংখ্যায় এমন পতন দেখেনি তারা।


২২ কোটিরও বেশি গ্রাহক নেটফ্লিক্সের


বিপুল ধসের আগে পর্যন্ত নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ছিল ২২ কোটির বেশি। সম্প্রতি ১৬০ কোটি ডলার আয়ও দেখায় তারা। কিন্তু সেই আয় তলানিতে এসে ঠেকছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। কোভিড, অর্থনৈতিক সঙ্কট, মুদ্রাস্ফীতি এবং সর্বোপরি যুদ্ধ তাদের ব্যবসায় প্রভাব ফেলেছে বলে দাবি তা‌দের।