মুম্বই:  আজ, ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। আর এই বিশেষ দিনে মহিলাদের জন্য বিশেষ অফার নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গৃহঋণের সুদের ক্ষেত্রে মহিলাদের জন্য আরও ছাড়ের ঘোষণা করল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। 


একটি ট্যুইট করে স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, নারী দিবসকে বিশেষ করতে আজকের দিন আমরা মহিলাদের ৫ বেসিস পয়েন্টের অতিরিক্ত বিশেষ ছাড় দিচ্ছি। সুদের হার শুরু হচ্ছে ৬.৭০ শতাংশ থেকে। 


গত ১ মার্চ, গৃহঋণের সুদের হারে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানোর কথা ঘোষণা করেছিল। ওই বিশেষ সুযোগের শেষ তারিখ ৩১ মার্চ। একইসঙ্গে, প্রসেসিং ফি-ও পুরো মকুব করার ঘোষণা করছিল এসবিআই। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়েছিল, তারা বিশ্বাস করে, যে সকল গ্রাহক সঠিক সময় ঋণ শোধ দেন, তাঁদের আরও ভাল সুবিধা দেওয়া উচিত।


জানা গিয়েছে, ব্যাঙ্কের ইয়োনো অ্যাপের মাধ্যমে গৃহঋণের আবেদন করতে পারবেন গ্রাহকরা। একইসঙ্গে ইচ্ছুক মহিলারা গৃহঋণের সুদের হারে অতিরিক্ত ৫ বেসিস পয়েন্ট ছাড় পাবেন। 


এখানে বলে রাখা প্রয়োজন, ঋণের পরিমাণ ও ঋণ-গ্রহীতার সিবিল স্কোর বিচার করেই এই বিশেষ ছাড় দেওয়া হবে। বর্তমানে, ৭৫ লক্ষ টাকা ঋণ পর্যন্ত ৬.৭০ শতাংশ হারে এবং তার বেশি পরিমাণে ৬.৭৫ শতাংশ হারে সুদ নেয় স্টেট ব্যাঙ্ক। 


গত ফেব্রুয়ারি মাসে, গৃহঋণের ব্যবসায় ৫ লক্ষ কোটি টাকা টার্গেট ছুঁয়েছে স্টেট ব্যাঙ্ক। তাদের লক্ষ্য, ২০২৪ অর্থবর্ষে এই পরিমাণকে ৭ লক্ষ কোটিতে নিয়ে যাওয়া।


এখানে বলে রাখা প্রয়োজন, আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক মহিন্দ্র সহ একাধিক ব্যাঙ্ক তাদের গৃহঋণের সুদের হার কমিয়েছে।