Best 10 Mutual Funds: আপনি যদি কিছু সময়ের মধ্যে ভাল রিটার্ন পেতে চান, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। যদিও বিনিয়োগের আগে দেখে নেওয়া দরকার যে ফান্ডে আপনি বিনিয়োগ করবেন সেই ফান্ডের আগের কত রিটার্নের (Mutual Fund) ইতিহাস রয়েছে, গড়ে কত শতাংশ রিটার্ন মিলেছে দীর্ঘমেয়াদে। ইটি মিউচুয়াল ফান্ডের একটি সমীক্ষায় উঠে এসেছে এই বছরের এমন দশটি ফান্ডের নাম যেগুলিতে সবথেকে বেশি রিটার্ন (Best Mutual Fund) মিলেছে। ১ জানুয়ারি ২০২৪ থেকে ১৭ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে সবথেকে ভাল রিটার্ন দিয়েছে এই দশটি মিউচুয়াল ফান্ড।
এই তালিকায় সবার উপরে আছে Mirae Asset ফান্ড হাউজের দুটি স্কিম। একটি হল Mirae Asset NYSE FANG+ ETF FoF এবং অন্যটি Mirae Asset S&P 500 Top 50 ETF FoF। এই দুটি ফান্ডে এই বছরে যথাক্রমে ৮২.৪৩ শতাংশ এবং ৬৩.৭৩ শতাংশ রিটার্ন দিয়েছে।
তালিকায় রয়েছে Motilal Oswal Midcap Fund যেখানে বিনিয়োগকারীরা ৬০.৫২ শতাংশ রিটার্ন পেয়েছেন। LIC MF Infrastracture Fund মূলত এলআইসি মিউচুয়াল ফান্ডের একটি ওপেন এন্ডেড ফান্ড যেখানে ২০২৪ সালে বিনিয়োগকারীরা ৫২.৫২ শতাংশ মুনাফা পেয়েছেন।
এই তালিকার পরের পাঁচটি ফান্ডের পাঁচটিই রয়েছে মোতিলাল অসওয়াল ফান্ড হাউজ থেকে। মোতিলাল অসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, মোতিলাল অসওয়াল ন্যাসড্যাক ১০০ এফওএফ এই বছর যথাক্রমে ৫০.৪৯ শতাংশ এবং ৫০.৩৭ শতাংশ রিটার্ন দিয়েছে।
অন্যদিকে Motilal Oswal Flexi Cap Fund এবং Motilal Oswal Small Cap Fund এই বছরে যথাক্রমে ৫০.২৩ শতাংশ এবং ৪৯.২৯ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে মোতিলাল অসওয়ালের লার্জক্যাপ ও মিডক্যাপ ফান্ডেও বিনিয়োগকারীরা ৪৮.৮৪ শতাংশ রিটার্ন পেয়েছেন। দেশের একমাত্র ডিফেন্স সেক্টর ভিত্তিক ফান্ড হল HDFC Defence Fund। যে সমস্ত বিনিয়োগকারীরা এই ফান্ডে বিনিয়োগ করেছিলেন এই বছরের শুরুতে তারা ৪৮.৭৫ শতাংশ রিটার্ন পেয়েছেন।
তথ্যসূত্র: ET Mutual Fund
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: SEBI: ভিডিয়োতে বিনিয়োগের মিথ্যে প্রলোভন, এই ইউটিউবারকে ৯.৫ কোটি জরিমানা সেবির