Gunjan Patidar resigns: বছরের শুরুতেই ধাক্কা খেল ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। সম্প্রতি জোম্যাটো লিমিটেড থেকে পদত্যাগ করেছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা (Co Founder) এবং চিফ টেকনোলজি অফিসার (CTO) গুঞ্জন পাতিদার। জোম্যাটো সংস্থার শুরু থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জোম্যাটোর প্রযুক্তি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তৈরি করেছিলেন তিনি। বিগত ১০ বছর ধরে শুধু সংস্থায় যুক্তই থাকেননি, একটি টেকনোলজি টিমকে পরিচালনাও করেছেন। সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে এই প্রযুক্তি টিমই এতদিন জোম্যাটোর ক্ষেত্রে যাবতীয় টেকনিক্যাল আপগ্রেড করেছে। বলা যায়, জোম্যাটো সংস্থাকে হাতে ধরে তৈরি করেছেন তিনি। এই সংস্থা গড়ে তোলার ক্ষেত্রে এবং তার প্রযুক্তিগত উন্নতির পিছনে গুঞ্জন পাতিদারের অবসান অনস্বীকার্য। নতুন বছরের শুরুতেই পদত্যাগ করেছেন তিনি। কিন্তু কেন আচমকা জোম্যাটো থেকে গুঞ্জন পাতিদার সরে গেলেন সেই বিষয়ে সুনিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। জোম্যাটো কর্তৃপক্ষের তরফেও গুঞ্জন পাতিদারের পদত্যাগ প্রসঙ্গে কোনও কারণ প্রকাশ্যে আনেনি। 


এর আগেও জোম্যাটোর আর এক সহ-প্রতিষ্ঠাতা পদত্যাগ করেছিলেন। গত বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে পদত্যাগ করেছিলেন জোম্যাটোড় সহ-প্রতিষ্ঠাতা মোহিত গুপ্ত। গত সাড়ে চার বছর ধরে কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মোহিত গুপ্তর পদত্যাগের আগে প্রাক্তন কর্মকর্তা রাহুল গাঞ্জু ও সিদ্ধার্থ ঝাওয়ার কোম্পানি থেকে পদত্যাগ করেছিলেন। মোহিত গুপ্ত ২০১৮ সালে এই কোম্পানিতে  যোগ দেন। ২০২১ সালে তিনি সহ-প্রতিষ্ঠাতা হিসাবে কোম্পানির দায়িত্বে উন্নীত হন। Zomato-তে যোগ দেওয়ার আগে মোহিত গুপ্তা ভ্রমণ পোর্টাল Makemytrip-এর চিফ অপারেটিং অফিসার (COO) ছিলেন। এর পাশাপাশি ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটোর কোম্পানির সিনিয়র এগজিকিউটিভ গৌরব গুপ্তও পদত্যাগ করেছিলেন। ২০১৫ সালে কোম্পানিতে যোগ দেন গৌরব। মাত্র তিন বছরের মধ্যেই ২০১৮ সালে Zomato-র চিফ অপারেটিং অফিসার পদের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিছুদিন আগেও কোম্পানির (IPO) ছাড়ার সময় বিনিয়োগকারী ও সংবাদমাধ্যমের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি। তবে হঠাৎই পদত্যাগ করেন তিনি। 


গতবছর অর্থাৎ ২০২২ সালে বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্তারা পদত্যাগ করেছেন। যেমন- 'হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া হেড'-র (WhatsApp India Head) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অভিজিৎ বোস (Abhijit Bose)। একই সঙ্গে পদত্য়াগ করেন রাজীব আগরওয়াল (Rajiv Aggarwal)। পদত্যাগ করার আগে পর্যন্ত 'ডিরেক্টর অফ পাবলিক পলিসি মেটা ইন্ডিয়া'-পদের (Director of Public Policy Meta India) দায়িত্বে ছিলেন রাজীব। 


আরও পড়ুন- নতুন বছরে স্থির করুন পরিবারের দীর্ঘমেয়াদি লক্ষ্য,বেছে নিন স্মার্ট বিনিয়োগ