নয়া দিল্লি: নতুন বছরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হলে প্রথমেই কী মনে আসে? পাহাড়ের শান্ত প্রকৃতি নয়তো সমুদ্র সৈকত, যেখানে জলকেলি করতে করতে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতেই ভালবাসেন অনেকে। অতএব লম্বা ছুটি পেলে গোয়ার প্ল্যান করেন না, এমন মানুষ কমই আছেন। সম্প্রতি দেখা গিয়েছে সেখানে হোটেল বুকিংয়ের সংখ্যাও বাড়ছে। কিন্তু এবারে গোয়াকে হোটেল বুকিংয়ে টক্কর দিয়েছে দেশের আরেক শহর। বারাণসী!
হ্যাঁ, ঠিকই পড়ছেন! Oyo সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও, রীতেশ আগরওয়াল একটি টুইটে জানিয়েছেন এই খবর। অনলাইন হোটেল বুকিং সংস্থা একটি রিপোর্টে দেখেছে ধর্মীয় এই শহরে হোটেল বুক করার ক্ষেত্রে বিশাল চাহিদা বাড়ছে। ৩১ ডিসেম্বর তিনি বলেন, 'গোয়াতে বুকিং করার সংখ্যা প্রতি ঘণ্টায় লাফিয়ে বাড়ছে। কিন্তু এবার গোয়াকেও টক্কর দিল আরেক শহর। তা হল বারাণসী।"
আরও পড়ুন, বর্ষবরণে অর্ডারের প্রবল চাপ, ডেলিভারি বয় সেজে নিজেই খাবার পৌঁছে দিলেন জোম্যাটো কর্তা
শুধু তাই নয় OYO সংস্থা প্রধান এও জানিয়েছেন বিশ্বজুড়ে ৭০০ শহরে তাঁদের সংস্থার মাধ্যমে একাধিক হোটেলে বুকিং 'সোল্ড আউট'। প্রসঙ্গত, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, ইন্দোনেশিয়া, ইউরোপ এবং মধ্য প্রাচ্যের একাধিক দেশে তাঁদের পরিষেবা রয়েছে। বর্ষবরণের রাতে প্রায় ৪ লক্ষ ৪৫ হাজার বুকিং করা হয়েছে তাঁদের অনলাইন অ্যাপের মাধ্যমে। গত বছরের তুলনায় হোটেল বুকিং প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রীতেশ আগরওয়ালের কথায়, "গত ৫ বছরে ভারতে যে হারে হোটেল বুকিং হয়েছে প্রতিদিন, সেই সংখ্যাকে ছাপিয়ে রেকর্ড তৈরি করেছে বর্ষশেষের হোটেল বুকিংয়ের সংখ্যা।" পরিসংখ্যান অনুযায়ী, ৭৫০ শহরে গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি হারে হোটেল বুকিং হয়েছে।