কলকাতা: এক বিতর্ক এখনও স্থিমিত হয়নি। এর মধ্যেই প্রকাশ্যে এল নতুন ভিডিও। সেই সঙ্গে নতুন বিতর্কও। সদ্যই এক তরুণী অনুরাগীকে চুম্বনের ভিডিও প্রকাশ্য়ে আসার পরেই চূড়ান্ত কটাক্ষের স্বীকার হতে হয়েছিল উদিত নারায়ণকে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, এত তরুণী এসেছিলেন উদিতের সঙ্গে সেলফি তুলতে। সেই তরুণী এসে উদিতের গালে চুম্বন করেন। উদিতও পাল্টা চুম্বন করেন তরুণীর গালে। এরপরে তাঁর গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। এই ঘটনায় একেবারে অবাক হয়ে যান ওই তরুণী। সঙ্গে সঙ্গে সরে আসেন ওই জায়গা থেকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই চূড়ান্ত কটাক্ষের শিকার হন উদিত। আর এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল তাঁর আরও একটি ভিডিও।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, উদিত মঞ্চে শো করতে করতে হাঁটু মুড়ে বসে পড়েছেন। আর তাঁর সঙ্গে সেলফি তুলছেন তরুণীর দল। উদিতের সবচেয়ে কাছে যে তরুণী ছিলেন উদিত তাঁর পিছন থেকে আলিঙ্গন করে গালে গাল ঠেকান। এরপরেই তাঁর ঠোঁটে চুম্বন করেন উদিত। এই ঘটনায় ওই তরুণীও বেশ অবাক হয়ে অপ্রস্তুত হয়ে যান। অন্যান্য তরুণীদের মধ্যে অবশ্য তখন হুল্লোড়। প্রত্যেকেই ব্যস্ত উদিতের সঙ্গে একটা ছবি তুলতে। প্রায় এভাবেই আগের অনুরাগীকেও চুম্বন করেছিলেন তিনি। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
অন্যদিকে, সদ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে গান গাইছেন অলকা ইয়াগনিক (Alka Yagnik)। মঞ্চে উপস্থিত ছিলেন উদিত নারায়ণও। হঠাৎ অলকার গালে চুম্বন করেন উদিত। খানিকটা অপ্রস্তুত হয়েই সরে যান অলকা। তবে তাঁর মুখে স্পষ্ট বিরক্তি। অন্যদিকে ভাইরাল হয়েছে আরও একটি ভিডিও, সেটি শ্রেয়া ঘোষালের সঙ্গে। এই ভিডিওতে শ্রেয়াকে মঞ্চে পুরস্কার দিতে ওঠেন মালাইকা অরোরা ও উদিত নারায়ণ। কিন্তু পুরস্কার নেওয়ার আগে, মঞ্চেই শ্রেয়াকে চুম্বন করেন উদিত। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন গায়িকা। তবে খানিকটা হেসেই সামাল দেন পরিস্থিতি। উদিতের এই সমস্ত বিতর্কিত চুম্বনগুলির ক্ষেত্রে দেখা যাচ্ছে, কখনোই পাশের মানুষের সম্মতি নেননি উদিত।