Zomato News: আদানির মতো হিসেবে কারচুপির অভিযোগ ওঠেনি। তা সত্ত্বেও পড়েই চলেছে অনলাইন ফুড ডেলিভারি কোম্পানির ব্যবসা। স্টকে ধস নেমেছে আগেই এবার আরও খারাপ আর্থিক ফল প্রকাশিত হল কোম্পানির।


Zomato Exits: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কাছে চিঠি দিয়েছে
Zomato-র চিফ ফিনান্সিয়াল অফিসার অকশন্ত গয়াল জানিয়েছেন, কোম্পানির শেয়ারহোল্ডারদের কাছে একটি চিঠি লিখেছেন। যেখানে তিনি বলেছেন, জানুয়ারি মাসে, আমরা প্রায় ২২৫টি ছোট শহর থেকে ব্যবসা বন্ধ করেছি। '' কোম্পানি অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে (Q3FY23) সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানেই এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে। পরিসংখ্যান বলছে, এটি গ্রস অর্ডার ভ্যালু (GOV)র 0.3 শতাংশ অবদান রেখেছে। 


গয়াল শেয়ারহোল্ডারদের বলেছেন,''কোম্পানিতে একটি চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি হয়ে গেছে। তবে আমরা সাম্প্রতিক সপ্তাহগুলিতে চাহিদার উন্নতি দেখতে পাচ্ছি, যা আমাদের আত্মবিশ্বাস দেয় যে কোম্পানির সবচেয়ে খারাপ সময় শেষ হয়েছে।''


১০০০টিরও বেশি শহরে ব্যবসা ছিল
Zomato-র বার্ষিক প্রতিবেদন বলছে, গত বছর ২০২১-২২ সালে কোম্পানিটি দেশের ১০০০ টিরও বেশি শহরে ফুড অর্ডারিং ও ডেলিভারি ব্যবসা চালাচ্ছিল। যা এখন সীমিত হয়ে গেছে। গয়াল জানিয়েছেন, গত কয়েক ত্রৈমাসিকে ২২৫ টি শহরে খারাপ পারফরম্যান্সের কারণে ব্যবসা বন্ধ করতে হয়েছে। এই শহরগুলো থেকে হাত তুলে নিয়েছে কোম্পানি। এই শহরগুলি থেকে সরে যাওয়া কোম্পানির খরচের উপর কোনও প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে এখন চিন্তায় কোম্পানির শেয়ার হোল্ডাররা। যা প্রসঙ্গে গয়াল বলেন, 'এতে আগামী দিনে কোম্পানির ব্যবসায় খুব একটা প্রভাব পড়বে না।'


কোম্পানির লোকসান বেড়েছে ৫ গুণ
Zomato-র অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে তাদের আয় ৭৫ শতাংশ বেড়ে ১৯৪৮ কোটি টাকা হয়েছে। একই কোম্পানির লোকসান ৫ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ কোটি টাকা। বছরের ভিত্তিতে, ৩১ ডিসেম্বর শেষ হওয়া ৩ মাসের জন্য কোম্পানির আয় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে Zomato সেপ্টেম্বর ত্রৈমাসিকে ১৫৮১ কোটি টাকা ও ডিসেম্বর ২০২১ সালের শেষ ত্রৈমাসিকে ১,২০০ কোটি টাকার তুলনায় ১৫৬৫ কোটি টাকার আয় করেছিল।


Zomato এর স্টক কমেছে
জোম্যাটোর শেয়ারের দরপতন হয়েছে। শুক্রবার সকালের বাণিজ্যে বিএসইতে কোম্পানির স্টক 1.47 শতাংশ কমে 53.60 টাকা হয়েছে। এনএসইতে এটি 1.38 শতাংশ কমে 53.65 টাকা হয়েছে। এদিকে, 30-শেয়ারের BSE সেনসেক্স 118.15 পয়েন্ট বা 0.19 শতাংশ কমে 60,688.07 এ ট্রেড করেছে।


Airtel Tariff Rise: মোবাইল রিচার্জের খরচ বাড়ল, ৫৭ শতাংশ ট্যারিফ বৃদ্ধি