Zomato Share Price: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো সম্প্রতি ৮০৩ কোটি টাকার বকেয়া জিএসটির নোটিশ পেয়েছে। এর মধ্যে ৪০১ কোটি ৭০ লক্ষ ১৪ হাজার ৭০৬ টাকা জিএসটি এবং একই পরিমাণ জরিমানা জমা দেওয়ার (Zomato Share Price) নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে। জিএসটি না দেওয়ার কারণে সরকারের নজরে এসেছে জোমাটো সংস্থা। আর এই তথ্যই সংস্থার পক্ষ থেকে বম্বে স্টক এক্সচেঞ্জকে (Stock Market) জানানো হয়েছে।
সংস্থার শেয়ারের দাম বাড়ছে
গত বৃহস্পতিবার এই নোটিশ দেওয়া হয়েছে জোমাটোকে। আর তারপরে এই সংস্থার শেয়ারের দাম সেদিন ২.৪ শতাংশ কমেছিল, সেদিন ২৮৪.৯০ টাকায় বন্ধ হয়েছিল এই সংস্থার শেয়ারের দাম। আর শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই এই শেয়ারের দামে পতন দেখা যায়। শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ২৭৯ টাকায় গ্যাপ ডাউনে খোলে এই শেয়ার। তবে পরে এটি ২৮৬ টাকায় উঠে আসে। বৃহস্পতিবার বাজার বন্ধের থেকেও ০.৫৮ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে এই শেয়ার।
কোম্পানির কী দাবি রয়েছে
জিএসটির নোটিশ পাওয়ার পরে জোমাটো জানিয়েছে যে তাদের সংস্থার অবস্থান খুবই দৃঢ়। সংস্থা ব্যবস্থাপনা আইন এবং কর উপদেষ্টাদের পরামর্শও নিয়েছে। আর সমস্ত মতামত নিয়ে জোমাটো এই আদেশের বিরুদ্ধে বৃহত্তর কর্তৃপক্ষের কাছে একটি আপিল দায়ের করবে বলে জানিয়েছে। জোমাটো বৃহস্পতিবার শেয়ার বাজারকে জানিয়েছিল যে, এই সংস্থা সেন্ট্রাল জিএসটি কেন্দ্র থানের কমিশনারের কাছ থেকে একটি জিএসটি নোটিশ পেয়েছে। এতেই সংস্থাকে সুদ এবং জরিমানা সহ সমস্ত টাকা জমা দেওয়ার কথা বলা হয়েছে। ২৯ অক্টোবর ২০১৯ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত ব্যবসায়িক সময়ের ক্ষেত্রে ডেলিভারি চার্জে জিএসটি না দেওয়ার অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে।
শেয়ারের দামে গতি
বিগত ৫টি ট্রেডিং সেশনে এই শেয়ারের দাম ৫ শতাংশ পড়ে গিয়েছে। তবে গত এক মাসে এই সংস্থার শেয়ারের দামে ১১ শতাংশ মুনাফা এসেছে। আর ৬ মাসের হিসেবে এই শেয়ারে ৫৫ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। এই বছরের শুরু থেকে ধরলে এখনও পর্যন্ত জোমাটোর শেয়ার ১৩০ শতাংশ মুনাফা দিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন; IPO Alert: বাজারে আরও একটি নয়া IPO আনার পরিকল্পনা LIC-র, কী জানাল সংস্থা ?