মুম্বই: শেয়ার ছাড়ার মাধ্যমে মূলধন সংগ্রহ করার জন্য আজ থেকে ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) চালু করল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো। শুক্রবার পর্যন্ত চলবে আইপিও। এর মাধ্যমে ৯,৩৭৫ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে জোম্যাটোর। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪,১৯৬ কোটি টাকা সংগ্রহ করা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। 


আজ সকাল ১০টা থেকে আইপিও চালু করেছে জোম্যাটো। প্রতিটি শেয়ারের দাম রাখা হয়েছে ৭২ থেকে ৭৬ টাকার মধ্যে। ফেস ভ্যালু এক টাকা করে।


জোম্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, ৯,০০০ কোটি টাকার ইক্যুইটি শেয়ার ছাড়া হচ্ছে বাজারে। এছাড়া নকরি ডট কম যে সংস্থার অধীনস্থ, সেই ইনভেস্টর ইনফো এজ (ইন্ডিয়া)-র ৩৭৫ কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে।


জোম্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ আইপিও চালু করার আগে গতকাল থেকেই অ্যাঙ্কর ইনভেস্টরদের কাছ থেকে অর্থ সংগ্রহ শুরু করা হয়। তার মাধ্যমে ৪,১৯৬ কোটি টাকা সংগ্রহ করে জোম্যাটো। ১৮৬ জন অ্যাঙ্কর ইনভেস্টর ৭৬ টাকা করে মোট ৫৫,২১,৭৩,৫০৫টি শেয়ার কেনেন। 


জোম্যাটোর অ্যাঙ্কর ইনভেস্টরদের মধ্যে রয়েছে টাইগার গ্লোবাল ইনভেস্টমেন্ট ফান্ড, ব্ল্যাকরক, ফিডেলিটি, জেপি মর্গ্যান, মর্গ্যান স্ট্যানলি, টি রো প্রাইস, কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড, সিঙ্গাপুর সরকার, এসবিআই মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, কোটাক মিউচুয়াল ফান্ড, ইউটিআই মিউচুয়াল ফান্ড, মতিলাল অসোয়াল এএমসি, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড, টাটা মিউচুয়াল ফান্ড, গোল্ডম্যান স্যাকস ইন্ডিয়া, আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, ফ্র্যাঙ্কলিন টেম্পটেলন ও এইচএসবিসি অ্যাসেট ম্যানেজমেন্ট। এছাড়া আরও কয়েকটি সংস্থা প্রাথমিকভাবে জোম্যাটোর শেয়ার কেনে। 


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, আজ দুপুর ১.১৫-র মধ্যে জোম্যাটোর ৩৬ শতাংশ শেয়ার বিক্রি হয়ে গিয়েছে। রিটেল বিনিয়োগকারীদের মধ্যে জোম্যাটোর শেয়ারের বেশ ভাল চাহিদা দেখা যাচ্ছে। জোম্যাটো ৭১.৯২ কোটি শেয়ার বিক্রি করার কথা জানিয়েছে। এখনও পর্যন্ত ২৫.৮৩ কোটি শেয়ার বিক্রি হয়েছে।