কলকাতা: বুধবার সাতসকালে ময়দান এলাকায় প্রাতঃভ্রমণকারীকে কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ। ভোর সাড়ে ৫টা ১০  নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, স্কুটার আরোহী দুই দুষ্কৃতী প্রাতঃভ্রমণকারী যুবককে কোপ মেরে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। আক্রান্তের অভিযোগ, বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা প্রথমে ছুরি দেখিয়ে প্রাতঃভ্রমণকারীকে তাঁর কাছে থাকা সমস্ত কিছু দিয়ে দিতে বলে। তিনি প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে কোপ চালানো হয়। বাঁ হাতে গুরুতর চোট থাকা অবস্থায় আক্রান্ত যুবককে এসএসকেএমে ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ পায়েও চোট লেগেছে। পালানোর সময় দুষ্কৃতীরা আরও এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করে বলে পুলিশ সূত্রে খবর। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে ময়দান থানার পুলিশ। দুপুরের দিকে যে ঘটনার তদন্তভার গ্রহণ করে লালবাজারের ডাকাতি দমন শাখা।


খাস কলকাতায় এহেন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ময়দান এলাকায় অনেকেই সকালে প্রাতঃভ্রমণে বের হন। তাই ভোরবেলা এভাবে এক প্রাতঃভ্রমণকারীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হানা ও ছিনতাইয়ের ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছে নিরাপত্তা নিয়েও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতীরা প্রথমে এক প্রাতঃভ্রমণকারীর কাছে ছিনতাই চালায়, তারপর অন্য একজনের কাছে ছিনতাই চালানোর সময় তিনি বাধা দিলেই তাঁকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। যারপর জিনিসপত্র ছিনতাই পরে পালিয়ে যায় দৃষ্কৃতীরা। যে ঘটনার পর সেই প্রাতঃভ্রমণকারী গুরুতর চোট পাওয়া অবস্থায় সেই জায়গাতেই পড়ে ছিলেন। যে ঘটনার খবর পেয়ে তাঁকে উদ্ধার করে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যায় পুলিশ। যেখানে দ্রুত তাঁর চিকিৎসা করা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


খাস কলকাতার বুকে এরকম ঘটনায় যথেষ্ট নড়েচড়ে বসেছে পুলিশ। লালবাজার থানার ডাকাতি দমন শাখা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতী কয়েকজন নাকি এর পিছনে বড়ো কোনও চক্র জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।