Best Bikes: ভারতের বাজারে ভারী ইঞ্জিনের গাড়ির চাহিদা অনেকদিন ধরেই রয়েছে। আর এই ভারী ইঞ্জিনের বাইকের মধ্যে প্রথমেই নাম উঠে আসে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Bikes)। বহুকাল আগে থেকেই ভারতীয়দের মনে এই বাইকের নাম উঠে এসেছে। দেশের যুবক-তরুণদের মনে এই বাইক সম্পর্কে খুবই উৎসাহ রয়েছে। আর এই বাইকের সঙ্গেই পাল্লা দিতে বাজারে (BSA Goldstar 650) আসছে বিএসএ গোল্ডস্টার ৬৫০। আগামী ১৫ অগাস্ট ভারতে লঞ্চ হবে এই বাইক। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর সঙ্গে এই বাইক টেক্কা দেবে প্রতিযোগিতায়।


BSA Gold Star ডিজাইন


বিএসএ সংস্থার এই আসন্ন বাইকের (BSA Goldstar 650) ডিজাইন খুবই আকর্ষণীয় হতে চলেছে। রেট্রো ডিজাইনের সঙ্গে বাজারে এই বাইক নিয়ে আসতে চলেছে বিএসএ। এই বাইকের দিকে তাকালে একে দেখে মনে হবে যে এটি ১৯৯০ সালের বাইক। এর লুক বদলাবে, কিন্তু বৈদ্যুতিন সরঞ্জামগুলি সেভাবে কিছুই বদলায়নি।


BSA Gold Star 650 ফিচার্স


স্লিপার ক্লাচ, ইউএসবি চার্জার তাঁর সঙ্গে এলসিডি ডিসপ্লে এই নতুন বাইক বিএসএ গোল্ডস্টার ৬৫০-এ থাকবে ফিচার্সের মধ্যে। এছাড়াও এলইডি টেইল ল্যাম্প ডুয়াল চ্যানেল এবিএসের সঙ্গে এই বাইকে থাকবে। শুধু তাই নয়, বহু আধুনিক ফিচার্স যেমন এলইডি লাইটিং, স্মার্টফোন কানেক্টিভিটি এই বাইকে দেখা যাবে।


BSA Gold Star 650 ইঞ্জিন


৬৫২ সিসির একটি ইঞ্জিনের সঙ্গে বাজারে (BSA Goldstar 650) আসছে এই নতুন বাইক। এর সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন এর অন্যতম বৈশিষ্ট্য। ৪৪.২৭ বিএইচপি শক্তি এবং ৫৫ এনএমের টর্ক পাওয়া যাবে এই ইঞ্জিনে। এটি আবার ৫ স্পিডের গিয়ারবক্সের সঙ্গে এসেছে বাজারে। এই বাইকে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, ৫ স্টেপের প্রি-লোড অ্যাডজাস্টমেন্ট সহ পিছনে এই বাইকে রয়েছে টুইন শকস, ডিস্ক ব্রেকও দেখা যাবে সামনে ও পিছনের চাকায়।


BSA Gold Star 650 দাম কত


এই নতুন বিএসএ বাইকের দাম কত হবে তা এখনই বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে বিএসএ সংস্থা বাজারে এই বাইক নিয়ে আসতে পারে ৩ লাখ টাকার এক্স শো-রুম দামের সঙ্গে। ৬৫০ সিসির রয়্যাল এনফিল্ডের সঙ্গেও জোর টক্কর দেবে এই বাইক।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Best 150cc Bikes: ইয়ামাহা থেকে হোন্ডা, ১৫০ সিসির দুনিয়ায় দারুণ চাহিদা এই ৫ বাইকের


Car loan Information:

Calculate Car Loan EMI