Zomato Swiggy App Down:  ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোতে বিভ্রাট। অ্যাপ ডাউনের জেরে সমস্যা বাড়ল ফুডিদের। ডাউন ডিটেক্টরে ধরা পড়েছে সেই চিত্র। ইতিমধ্যেই অ্যাপ সঠিকভাবে কাজ না করায় আসতে শুরু করেছে অভিযোগ। শোনা যাচ্ছে, গত ২৪ ঘণ্টা ধরে অ্যাপ ঘিরে তৈরি হয়েছে জটিলতা।  


ফুড অ্যাপ ব্যবহারকারীরা দাবি করেন, তাদের মানি ওয়োলেট থেকে টাকা কেটে নেওয়া সত্ত্বেও অর্ডার বাতিল করা হয়েছে। মুম্বই থেকে দিল্লি সব জায়গাতেই হয়েছে জোম্যাটো গ্রাহকদের সমস্যা। ব্যবহারকারীরা অভিয়োগ করেছেন, অ্যাপের পরিষেবা চালু হচ্ছে না। পরে অবশ্য এই নিয়ে মুক খুলেছে Zomato কর্তৃপক্ষ। বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি। তারা জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির ফলে এরকম একটা অস্থায়ী সমস্যার সম্মুখীন হতে হয়েছে গ্রাহকদের। বিষয়টি শীঘ্রই সমাধানের চেষ্টা হচ্ছে। 


 


বিস্তারিত আসছে...