Zoom Video Communications: ভিডিও কমিউনিকেশন কোম্পানি জুম (Zoom) ফেব্রুয়ারি মাসে শিরোনামে এসেছিল। কারণ এই সংস্থা সিইও এরিক ইউয়ান ঘোষণা করেছিলেন কর্মী ছাঁটাইয়ের (Layoffs) কথা। একধাক্কায় ১৩০০ কর্মীকে ছাঁটাই করেছিল জুম কর্তৃপক্ষ। ফের হইচই শুরু হয়েছে এই কোম্পানিকে নিয়ে। কারণ জানা গিয়েছে, জুম ভিডিও কমিউনিকেশন কোম্পানি তাদের প্রেসিডেন্ট গ্রেগ টম্বকে আচমকাই ছাঁটাই করেছে। সবচেয়ে অদ্ভুত হলে এই প্রসঙ্গে কোনও সঠিক কারণও দেখায়নি সংস্থা। ২০২২ সাল অর্থাৎ গতবছর জুন মাসেই জুম ভিডিও কমিউনিকেশন কোম্পানিতে প্রেসিডেন্ট পদে আসীন হয়েছিলেন গ্রেগ। এর আগে ২০১৯ সালের অগস্ট মাসে জুম কোম্পানির চিফ রেভিনিউ অফিসার হিসেবে সংস্থায় যোগদান করেছিলেন তিনি। তারপর গতবছর পদোন্নতি হয় তাঁর।


মাত্র ৮ মাস জুম ভিডিও কমিউনিকেশনের প্রেসিডেন্ট পদে যুক্ত ছিলেন গ্রেগ টম্ব। এভাবে আচমকা তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্তে চমকে গিয়েছেন সকলেই। এক বছরও এই কোম্পানিতে কাজ করতে পারলেন না গ্রেগ। তার আগেই সরানো হল তাঁকে। এই ঘটনাতেই বিস্মিত সকলে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে উঠছে হাজারও প্রশ্ন। এর পাশাপাশি জুম কোম্পানিতে ফের কর্মী ছাঁটাই হওয়ার আশঙ্কাও করছেন অনেকে। অন্যদিকে উল্লেখ্য, আপাতত গ্রেগ টম্বের অপসারণের কথা ঘোষণা করলেও তাঁর জায়গায় কাকে নিয়োগ করা হবে সেই প্রসঙ্গে কিছুই জানায়নি জুম কর্তৃপক্ষ। জানা গিয়েছে, জুম সংস্থায় যোগ দেওয়ার আগে গুগলে সেলস বিভাগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন গ্রেগ। 


জুম সংস্থায় কর্মী ছাঁটাই


কোভিডকালে বিশেষ করে লকডাউনের সময় বিভিন্ন কাজের জন্য প্রায় সকলে জুম কলের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন। সেই সংস্থাতেই কর্মী ছাঁটাই হয়েছে। রয়টার্সের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৩০০ কর্মী চাকরি খুইয়েছেন। জুম ভিডিও কমিউনিকেশন সংস্থার দাবি, করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে তাদের ভিডিও কনফারেন্সিং পরিষেবার চাহিদাও কমেছে। প্রায় ১৫ শতাংশ ওয়ার্কফোর্স একধাক্কায় কমিয়ে দিয়েছে এই ভিডিও কনফারেন্সিং সংস্থা। এর পাশাপাশি সংস্থার সিইও এরিক ইউয়ান ঘোষণা করেন, তিনি আগামী অর্থবর্ষের জন্য তাঁর বেতন ৯৮ শতাংশ কমিয়ে নেবেন। তাছাড়াও ত্যাগ করবেন নিজের বোনাস। প্রসঙ্গত করোনার সময়ে বাড়িতে বসে অফিস মিটিং কিংবা পড়াশোনা করা- সবকিছুরই অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল জুম ভিডিও কল। ক্রমশ করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে এই কমিউনেকশন সংস্থার চাহিদা কমেছে। আর তার জেরেই একপ্রকার বাধ্য হলে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে এই সংস্থা। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে এবার 'স্প্লিট ভিউ', বদলাবে লেআউট ডিজাইন, কারা পাবেন নতুন ফিচারের সুবিধা?