কলকাতা: কলকাতা যে ক্রমশ আন্তর্জাতিক সোনা পাচারের হাব হয়ে উঠছে আরও একবার হাতেনাতে তার প্রমাণ মিলল। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের বারাসাত শাখার গোয়েন্দারা বিরাটি রেলস্টেশন থেকে ১০ জন সন্দেহভাজন চোরাচালানকারী আটক করেন শুক্রবার দুপুরে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় চল্লিশটা সোনার বিস্কুট। আন্তর্জাতিক বাজারে ওই উদ্ধার হওয়া সাড়ে ৪ কেজিরও বেশি সোনার মূল্য দু কোটি ১৫ লক্ষ টাকা।


শুল্ক দফতর সূত্রে খবর, এই ১০ চোরাচালানকারী প্রত্যেকে কোমরের মধ্যে ৪ টি করে সোনার বিস্কুট বেঁধে রেখে ছিলেন যা বাইরে থেকে বোঝা দুঃসাধ্য। প্রতিটি বিস্কুট এর ওজন ১১৬ গ্রামের কিছুটা বেশি।


গোয়েন্দাদের দাবি তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, বেআইনিভাবে প্রচুর সোনা নিয়ে একদল চোরাচালানকারী বনগাঁ থেকে ট্রেনে চেপে কলকাতা আসবে। সেই মতনই গোয়েন্দারা ছদ্মবেশে বিরাটি স্টেশন চত্বরে আগে থেকেই ঘাঁটি গেড়ে ছিলেন। পৌনে দুটো নাগাদ বনগাঁ থেকে লোকাল ট্রেন বিরাটি স্টেশনে এসে থামতেই সতর্ক হয়ে যান গোয়েন্দারা। তারপর ওই দশজনকে ধরে তল্লাশির পর উদ্ধার হয় রাশি রাশি সোনার বিস্কুট।




সূত্রের খবর জিজ্ঞাসাবাদের মুখে চোরাচালানকারীরা জানিয়েছে এর আগে বেশ কয়েকবার এভাবেই সীমান্ত থেকে সোনা নিয়ে এসে কলকাতায় পাচার করেছে তারা।


এই সোনার বিস্কুটগুলিতেও এক ধরনের বিশেষ চিহ্ন থাকে যা বুঝিয়ে দেয় এগুলি বিদেশ থেকে চোরাপথে ভায়া বাংলাদেশ ভারতে আনা হয়েছে।