বেঙ্গালুরু: বন্ধুকে সঙ্গে নিয়ে কলেজ পড়ুয়াকে ধর্ষণ। বেঙ্গালুরুতে গ্রেফতার দুই অধ্য়াপক এবং তাঁদের বন্ধু। এক বার নয়, একাধিক বার ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর তাঁকে হুমকিও দেওয়া হয়, ব্ল্যাকমেল করা হয় লাগাতার। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। (Bengaluru News)
মুডাবিদরির বেসরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নরেন্দ্র এবং জীববিজ্ঞানের অধ্য়াপক সন্দীপকে গ্রেফতার করেছে পুলিশ। আর একটি বেসরকারি কলেজে কর্মরত, তাঁদের আর এক বন্ধু অনুপকেও গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতাকে বারংবার ধর্ষণের পর, সেই ভিডিও দেখিয়ে হুমকি এবং ব্ল্যাকমেল করার অভিযোগ তিন জনের বিরুদ্ধে। (Bengaluru Student Assaulted)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের ভিডিও নিজেদের কাছে রেখে দেন অভিযুক্তরা। সেই ভিডিও সামনে রেখে ফের ওই পড়ুয়াকে সঙ্গমে বাধ্য করা হয়। বারং বার এমন চলতে থাকায় বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তরুণী। প্রথমে মা-বাবাকে গোটা ঘটনা জানান তিনি। এর পর পরিবারের তরফেই কর্নাটক মহিলা কমিশনে অভিযোগ জানানো হয়। মহিলা কমিশনের নির্দেশেই পুলিশ ধর্ষণ এবং ব্ল্যাকমেলের মামলা দায়ের করে। গ্রেফতার করা হয় তিন জনকে।
নির্যাতিতা তরুণী মুডাবিদরির যে কলেজের পড়ুয়া, সেখানে পড়াতেন নরেন্দ্র এবং সন্দীপ। নোটস দেওয়ার নামে ওই তরুণীর সঙ্গে আলাপ জমান নরেন্দ্র। ফোনে কথাবার্তা শুরু হয়। কিছু কাজে একবার বেঙ্গালুরু আসতে হয় ওই তরুণীকে। সেই সময় নোটস দেওয়ার বাহানায় তরুণীর সঙ্গে দেখা করেন নরেন্দ্র। বন্ধু অনুপের বাড়িতে নিয়ে যান। সেখানে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে ফল ভাল হবে না বলে তরুণীকে হুমকিও দেন নরেন্দ্র এবং অনুপ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নির্যাতিতাকে ধর্ষণের পর তা নিয়ে বন্ধু সন্দীপের কাছে বড়াইও করেন নরেন্দ্র। এর পর তরুণীকে সেই নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করেন সন্দীপ। শারীরিক ভাবে ঘনিষ্ঠ হতে চাইলে বাধা দেন নির্যাতিতা। কিন্তু পাল্টা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর পর অনুপের বাড়িতে নিয়ে গিয়ে সন্দীপও নির্যাতিতাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফের ওই তরুণীকে উত্যক্ত করতে শুরু করেন অভিযুক্তরা। ছবি-ভিডিও ফাঁস করে দেওয়া হবে বলে ব্ল্যাকমেল করে, হুমকি দেয়। এতেই আর সহ্য করতে পারেননি নির্যাতিতা। তিন অভিযুক্তকেই হেফাজতে নিয়েছে পুলিশ। ওই নির্যাতিতা আতঙ্কিত হয়ে পড়েছেন, মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠছে।