প্রকাশ সিনহা, কলকাতা: গরু পাচার কাণ্ডে আর এক নতুন নাম ৷ এবং আবার করে সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু ৷ এবার তল্লাশি বসিরহাটের প্রভাবশালী ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে ৷ সিবিআইয়ের ৩০ জনের একটি দল আজ, বুধবার পৌঁছে যায় বসিরহাটের সংগ্রামপুর এলাকায় বারিক বিশ্বাসের বাড়িতে ৷ সিবিআই সূত্রের খবর, বারিক বিশ্বাস সেইসময় বাড়িতে ছিলেন না ৷ এবং তার অনুপস্থিতিতেই তার বাড়িতে সারা দিন তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷


কেন বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি ? সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, গরু পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার উঠে আসে বারিক বিশ্বাসের নাম৷ সিবিআইয়ের দাবি এই অত্যন্ত প্রভাবশালী ব্যবসায়ী গরু পাচারকারীদের সঙ্গে পুলিশ এবং নেতা-মন্ত্রীদের ‘সেটিং’ করিয়ে দিতেন ৷ এমনকী, সিবিআইয়ের দাবি তার মদতেই গরু পাচার কাণ্ডের মূল অভিযু্ক্ত এনামুল হক দিনের পর দিন গরু পাচারের কার্যকলাপ চালিয়েছে ৷ সিবিআই সূত্রের খবর, তার হাত ধরেই গরু পাচারের কোটি কোটি টাকা পৌঁছে যেত পুলিশ এবং প্রভাবশালীদের হাতে ৷



কে এই আব্দুল বারিক বিশ্বাস ? বসিরহাটের এক প্রভাবশালী ব্যবসায়ী ৷ সিবিআইয়ের দাবি গরু পাচার কাণ্ডের বাইরেও সোনা পাচার কাণ্ডেও তার যোগ পাওয়া যাচ্ছে ৷ এক কালে সিপিআইএম নেতাদের ঘনিষ্ঠ, পরে সিপিআইএম ছেড়ে কংগ্রেস আর পরিবর্তনের পর তৃণমূল ৷ নিজে তৃণমূলের কোনও পদে না থাকলেও পরিবারের সদস্যরা তৃণমূলের জেলা পরিষদের সদস্য ৷ ৪৫ কেজি সোনার সঙ্গে এর আগে গ্রেফতার হয়েছিল বারিক ৷ সিবিআই সূত্রে খবর, ২০১৪ সালের মার্চ মাসে ৪৫ কেজি সোনা পাচার করার সময়ে হাতে হাতে নাতে গ্রেফতার হয়েছিল বারিক ৷ পরে ইডি তার ২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ৷ সিবিআই বারিকের সোনার পাচারের যোগও খতিয়ে দেখছে ৷