বেঙ্গালুরু : এ যেন বিনা মেঘে বজ্রপাত। আচমকাই এক ব্যক্তি মাংসের দোকানের ছুরি চুরি করে হাতের সামনে যাকে পারছে, তাকেই কোপ মারছে! কর্ণাটকের বেঙ্গালুরুর কটনপেট এলাকায় ভয়াবহ এই ঘটনায় একজন বেঘোরে প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও কয়েকজন।
পুলিশ জানিয়েছে, অঞ্জনাপ্পা গার্ডেন, বক্সি গার্ডেন ও বালেকাই মান্ডিতে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তাণ্ডব চালায় বছর ৩৫-এর গণেশ নামে এক ব্যক্তি। বিনা প্ররোচনায় লোকজনদের ছুরির কোপ বসাতে থাকে। তাদের এই তাণ্ডব দেখে স্থানীয় লোকজনের মধ্যে ছড়ায় তীব্র আতঙ্ক।
ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টহলদারি দল ঘটনাস্থলে গিয়ে গণেশকে ধরে ফেলে এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অঞ্জনাপ্পা গার্ডেনের বিনায়ক থিয়েটার এলাকায় একটি মাংসের দোকানে রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ আসে অভিযুক্ত। দোকান থেকে ছুরি চুরি করে রাস্তায় নেমে তাণ্ডব শুরু করে সে। হাতের কাছে যাকেই পেয়েছে, তাকেই ছুরির কোপ মারে।
তার এই বেপরোয়া হামলার শিকার হয়েছেন ৩০ বছরের এক দিন মজুর। আরও পাঁছজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে জানতে পারা গিয়েছে, আক্রান্তদের কেউই গণেশের পূর্ব পরিচিত নন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। পুলিশ মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
এই ঘটনায় খুন ও খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। এই হামলার উদ্দেশ্য কী, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।