নয়ডা: গাড়ি চালাতে চালাতে প্রস্রাবের বেগ পেয়েছিল নয়ডার এক ব্যক্তির। পেশায় স্টক ব্রোকার ঋষভ অরোরা নামে ওই ব্যক্তি একটি পার্টি থেকে মত্ত অবস্থায় বিএমডব্লু চালিয়ে ফিরছিলেন। প্রস্রাবের বেগ আসায় গাড়ি থেকে নেমেছিলেন তিনি। রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাবের সুযোগ নিয়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁর গাড়ি চালিয়ে চম্পট দিল। ফেজ-২ থানায় অধীন সেক্টর ৯০ এলাকায় গত শনিবার এই ঘটনা ঘটে। গাড়িটিকে নিয়ে পালিয়ে যেতে দেখে নেশার ঘোর কেটে যায় তার, পড়িমড়ি করে চেঁচাতে চেঁচাতে গাড়ির পিছনে দৌড়ন তিনি। কিন্তু ততক্ষণে চোর পগার পার হয়ে গিয়েছে। এই ঘটনায় মাথায় হাত অরোরা। বিলাসবহুল গাড়িটি তাঁর জামাইবাবুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গাড়ি কেনার জন্য ৪০ লক্ষ টাকা ঋণ এখনও বকেয়া।
মধ্য নয়ডার পুলিশের ডেপুটি কমিশনার হরিশ চন্দর জানিয়েছেন, এক ব্যক্তির বিএমডব্লু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনার খবর পাওয়ার পর পদস্থ আধিকারিকরা সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
চন্দর বলেছেন, প্রস্রাব করতে মাঝরাস্তায় গাড়ি থেকে নেমেছিলেন অরোরা। সেই সময়ই কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
ডিসিপি বলেছেন, গাড়ির মালিকের চেনাশোনা কেউ এই ডাকাতির ছক কষেছিল। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। গাড়িটি যাচে দ্রুত উদ্ধার করা যায়, তা নিশ্চিত করতে সবধরনের প্রয়াস চালাচ্ছে পুলিশ।
স্টক ব্রোকারের বিরুদ্ধে মত্ত অবস্থায় গাড়ি চালানোর মামলায় দায়ের করা হবে কিনা, এই প্রশ্নের জবাবে ডিসিপি জানিয়েছেন, গাড়ি উদ্ধার ও দোষীদের গ্রেফতারই অগ্রাধিকার। শহরের রাস্তায় এভাবে কারুর গাড়ি চুরি হয়ে যাওয়াটা খুবই উদ্বেগের।
পুলিশের আধিকারিকরা বলেছেন, অরোরার অভিযোগ, তিনি যখন প্রস্রাব করছিলেন তখন বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা তাঁর পিঠে বন্ধুক ঠেকিয়ে দেয়। তাঁর এই দাবি সঠিক কিনা, তা যাচাই করে দেখছে পুলিশ। কারণ, তিনি বেহেড মত্ত অবস্থায় ছিলেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
উত্তরপ্রদেশ: রাস্তায় প্রস্রাব করতে নামলেন মাতাল চালক, বিএমডব্লু নিয়ে চম্পট দুষ্কৃতীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2020 01:23 PM (IST)
ফেজ-২ থানায় অধীন সেক্টর ৯০ এলাকায় গত শনিবার এই ঘটনা ঘটে। গাড়িটিকে নিয়ে পালিয়ে যেতে দেখে নেশার ঘোর কেটে যায় তার, পড়িমড়ি করে চেঁচাতে চেঁচাতে গাড়ির পিছনে দৌড়ন তিনি।
NEXT
PREV
অপরাধ (crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -