Patna Murder: সন্তান না হওয়ায় দিনরাত খোঁটা, শাশুড়িকে খুন করে চোখ খুবলে নিল পুত্রবধূ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2021 04:43 PM (IST)
শাশুড়ির দিনরাত গঞ্জনা, টিটকিরি অসহ্য হয়ে উঠল বিহারের পটনার এক মহিলার। রাগের মাথায় শাশুড়িকে নৃশংসভাবে খুন করলেন তিনি। শাশুড়ির চোখ উপড়ে, মাথায় ছুরির এলোপাথাড়ি কোপ মেরে খুন করে নিজে আত্মহত্যা করার চেষ্টা করলেন ওই মহিলা।
পটনা: শাশুড়ির দিনরাত গঞ্জনা, টিটকিরি অসহ্য হয়ে উঠল বিহারের পটনার এক মহিলার। রাগের মাথায় শাশুড়িকে নৃশংসভাবে খুন করলেন তিনি। শাশুড়ির চোখ উপড়ে, মাথায় ছুরির এলোপাথাড়ি কোপ মেরে খুন করে নিজে আত্মহত্যা করার চেষ্টা করলেন ওই মহিলা। গত মঙ্গলবার সকালে বিহারের পরসা বাজার গ্রামে। ৩৩ বছরের ললিতা দেবী তাঁর ৫৫ বছরের শাশুড়ি ধর্মশীলা দেবীর মাথায় একাধিকবার ছুরির কোপ মেরে খুন করলেন। খুন করে মৃতের এক চোখ উপড়েও নেন তিনি। মৃতের শ্বশুর ও ছেলে ঘটনায় সময় বাড়িতে ছিলেন না। শাশুড়িকে খুন করে ললিতা দেবী গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু চিৎকার চেঁচামেচি শুনতে পেসে স্থানীয়রা ছুটে এসে ললিতা দেবীকে উদ্ধার করেন। ললিতা দেবীর শরীরে ৪০ শতাংশই পুড়ে গিয়েছে। পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। স্থানীয় পুলিশ ঘটনার কথা জানতে পেরে সেখানে এসে রক্তাক্ত অবস্থায় ধর্মশীলা দেবীর প্রাণহীন দেহ দেখতে পান। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও উপড়ে নেওয়া চোখ উদ্ধার করেছে। পুলিশ সূত্রের খবর, গত কয়েকমাস ধরেই ললিতাদেবীর সঙ্গে তাঁর শাশুড়ির সম্পর্কে একেবারেই ভালো ছিল না। স্থানীয় সূত্রে খবর, ললিতা দেবী গর্ভধারণ করতে পারছিলেন না। এ জন্য দিনরাত তাঁকে গঞ্জনা ও টিটকিরি দিতেন তাঁর শাশুড়ি। পুলিশ মনে করছে, দিনরাত গঞ্জনার চোটে অতিষ্ঠ হয়েই এই চরম পদক্ষেপ নিয়েছেন ললিতা দেবী। মৃতের স্বামী তাঁর পুত্রবধূর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।