হাওড়া: হাওড়ার উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়কে ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই যুবককে কলকাতার এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা এখনও কেউ ধরা পড়েনি।

গতকাল রাত পৌনে ১১টা নাগাদ হাওড়ার বীরশিবপুরে ওই ঘটনা ঘটেছে। অভিযোগকারীর নাম পিনাকী দাস, তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। পিনাকী দাসের অভিযোগ,  গতকাল বেশ রাতে তিনি মোটরবাইকে বিশেষ দরকারে উলুবেড়িয়া থানায় যাচ্ছিলেন। সেই সময় ৬ নম্বর জাতীয় সড়কে আচমকাই তাঁকে দুই দুষ্কৃতী ঘিরে ধরে। ওই যুবকের দাবি, দুষ্কৃতীরা মোবাইল ফোন ছিনিয়ে নিতে গেলে তিনি তাদের বাধা দেন। সে সময় তারা তিন রাউন্ড গুলি চালায়। তাঁর হাতে ও কাঁধে গুলি লাগে। আহত পিনাকীকে ভর্তি করা হয়েছে কলকাতার এক সরকারি হাসপাতালে। তবে অভিযুক্তরা চম্পট দিয়েছে, পুলিশ এখনও তাদের গ্রেফতার করতে পারেনি।

ওদিকে সল্ট লেকের সেক্টর ফাইভে কাল রাতে এক মোটর বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন ২ জন। গতকাল রাত ১২টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে।  বিধাননগর দক্ষিণ থানা সূত্রে খবর পাওয়া গিয়েছে, একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে মোটর বাইকটি। তাতেই মোটর বাইকের দুই আরোহী আহত হয়েছেন। তাঁরা দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। একই ভাবে এ মাসের ৪ তারিখ আলিপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ২ মোটর বাইক আরোহী আহত হন। ৪ তারিখ রাত ১২টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রচণ্ড গতিতে এসে একটি ট্রাক ধাক্কা মারে মোটর বাইকে। বাইকের ২ আরোহী এতে গুরুতর আহত হন। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এর পর দিনই সাতসকালে মুর্শিদাবাদের রেজিনগরে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পিক আপ ভ্যানের পিছনে ট্রাকের ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা। আহত হন আরও ৫ জন। পুলিশ সূত্রে খবর, নদিয়ার রানাঘাট থেকে পিক আপ ভ্যানে চড়ে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে পিকনিক করতে যাচ্ছিল ১৪-১৫ জনের একটি দল। ভোর সোয়া ৫টা নাগাদ পিক আপ ভ্যানটি জাতীয় সড়কে দাঁড়ায়। সেইসময় পিছন থেকে ধাক্কা মারে ট্রাকটি। কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।