লাহৌর: তিনি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি ভারতের জামাইও। কারণ, তিনি টেনিস তারকা সানিয়া মির্জার স্বামী। সেই শোয়েব মালিককে নিয়ে আচমকা উদ্বেগ তৈরি হল। কারণ, লাহৌরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। লড়ির সঙ্গে সংঘর্ষে তাঁর গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে অক্ষত রয়েছেন শোয়েব। ভক্ত ও অনুরাগীদের স্বস্তি দিয়ে।
রবিবার পাকিস্তান দলের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার তথা ভারতের জামাই শোয়েব মালিক সম্মুখীন হলেন এক ভয়াবহ দুর্ঘটনার। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট ছিল রবিবার অর্থাৎ ১০ জানুয়ারি। সেই ড্রাফট শেষ করেই বাড়ির পথে ফিরছিলেন শোয়েব মালিক। ফেরার পথেই মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি।
দুর্ঘটনা ঘটার ফলে শোয়েব মালিকের ব্যক্তিগত গাড়ির সামনের অংশ একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। বলা যায় একেবারে সৌভাগ্যবশত বেঁচে গিয়েছেন মালিক। রবিবার রাতে লাহৌরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর স্পোর্টস কারের। ট্রাকটি স্থির অবস্থায় দাড়িয়ে থাকার ফলে প্রাণে বেঁচে যান মালিক। একটি রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের পাশে পার্কিংয়ে ছিল সেটি। মালিকের গাড়ি সজোরে গিয়ে ধাক্কা দেয় সেই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের অংশে। ট্রাকের তেমন ক্ষতি না হলেও মালিকের গাড়ির সামনের অংশ ভেঙে একেবারে দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে আসছিল মালিকের স্পোর্টস কার। ট্রাকের সামনে এসে পড়লেও মালিক গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। কাকতালীয়ভাবে গাড়ির ড্রাইভিং সিটের দিকে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাই অক্ষতই আছেন মালিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, মালিকের সঙ্গে গাড়িতে ওয়াহাব রিয়াজও ছিলেন। দুর্ঘটনার পর অক্ষত আছেন পাকিস্তানের ফাস্টবোলার ওয়াহাবও।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Shoaib Malik Car Accident: ভয়াবহ দুর্ঘটনা, লাহৌরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল শোয়েব মালিকের গাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jan 2021 12:00 AM (IST)
রবিবার পাকিস্তান দলের অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার তথা ভারতের জামাই শোয়েব মালিক সম্মুখীন হলেন এক ভয়াবহ দুর্ঘটনার। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট ছিল রবিবার অর্থাৎ ১০ জানুয়ারি। সেই ড্রাফট শেষ করেই বাড়ির পথে ফিরছিলেন শোয়েব মালিক। ফেরার পথেই মারাত্মক দুর্ঘটনার শিকার হন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -