মালদা: মালদার (Malda) তৃণমূল (TMC) নেতা দুলাল সরকারকে খুনের কথা কবুল করেছেন নরেন্দ্রনাথ তিওয়ারি? এমনই খবর পাওয়া গেল পুলিশ সূত্রে।


পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর দীর্ঘ জেরায় খুনের কথা কবুল করেছেন তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি। তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য দেওয়া হয়েছিল ৫০ লক্ষ টাকার সুপারি, এমনই দাবি করেছে পুলিশ। দুলালকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত দুই শার্প শ্যুটার-সহ ৭ জন গ্রেফতার হয়েছে। এখনও অধরা দুই অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজক ও বাবলু যাদব।তাদের খোঁজ চলছে। যদিও ঘটনার ৭ দিন পরেও খুনের মোটিভ নিয়ে অন্ধকারে পুলিশ।


আরও পড়ুন: রাতের অন্ধকারে সদস্য সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভের মুখে BJP বিধায়ক, তুমুল বচসা বাঁকুড়ায়


মালদায় তৃণমূলের শীর্ষনেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই আরেক শীর্ষনেতা। প্রায় ২১ ঘণ্টা ম্য়ারাথন জেরার পর, গ্রেফতার করা হয়েছে তৃণমূলেরই ইংরেজবাজারের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। খুন হওয়া তৃণমূল নেতা দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার বর্তমান কাউন্সিলর। আর ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর। খুনের ঘটনায় স্বপন শর্মা নামে একজনকেও পুলিশ গ্রেফতার করেছে। দীর্ঘ জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি, খবর পুলিশ সূত্রে। এরপর দ্রুত হত্যার ঘটনার কিনারা করা যাবে বলে আশ্বাস পুলিশের।


তবে শুধু নরেন্দ্রনাথ তিওয়ারি নয়, দুলাল সরকার খুনের নেপথ্যে আরও কিছু বড় মাথা আছে। নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতারের পর এমনই দাবি করেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। 


২০২২ সালের পুরসভা ভোটে ইংরেজবাজার পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হন নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারি। নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তাঁকে ভোটে হারানোর অভিযোগ উঠেছিল দুলাল সরকারের বিরুদ্ধে। এরপর নরেন্দ্রনাথ, তাঁর ভাই-সহ বেশ কয়েকজনের ওপর হামলারও অভিযোগ ওঠে।


সেই পুরনো শত্রুতার জেরেই কি খুন হলেন দুলাল সরকার? ইংরেজবাজার পুরসভার তৃণমূলের চেয়ারম্য়ান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর দাবি, এর আগে দুলালকে  খুনের হুমকি দিয়েছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। নরেন্দ্রনাথকে দলেরই একাংশ মদত জুগিয়েছিল বলেও চাঞ্চল্যকর দাবি করেন কৃষ্ণেন্দুনারায়ণ। নিহত তৃণমূল নেতার স্ত্রীর দাবি, দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হলে তাঁর ক্ষমতা আরও বাড়বে মনে করেই আক্রোশবশত এই খুন। যদিও গ্রেফতারির পর নরেন্দ্রনাথ তিওয়ারি বলেছিলেন, "বড় মাথার শিকার হয়েছে বাবলা। বড় মাথার শিকার হলাম আমিও।''


আরও পড়ুন: সন্তোষ চ্যাম্পিয়নদের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী, পুলিশের কোন কোন পদে হল চাকরি?