বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর:  ঠিকা শ্রমিক বিক্ষোভে অচলাবস্থা তৈরি হল হলদিয়ার বেসরকারি সার প্রস্তুতকারী কারখানায়। গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে শিল্প সংস্থার সমন্বয় বৈঠকে ওই সার প্রস্তুতকারী সংস্থার তরফে উত্পাদন ব্যাহত হওয়ার জন্য শ্রমিক অসন্তোষকে দায়ী করা হয়। 


তা রুখতে ৫ সদস্যের কমিটি গঠন করেন জেলাশাসক। আজ সকালে ১২ জন ঠিকা শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। তার প্রতিবাদে কারখানার গেটে শুরু হয় শ্রমিক বিক্ষোভ। এর জেরে উত্পাদন ব্যাহত ও প্রচুর টাকা লোকসান হয়েছে বলে দাবি সার প্রস্তুতকারী সংস্থার।


অগাস্ট মাসে কারখানার গেটে শ্রমিক বিক্ষোভের জেরে কাজ বন্ধ করে বিক্ষোভ ডানকুনির চিপস কারখানার শ্রমিকদের। তার জেরে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর জেরে কর্মহীন হয়ে পড়েছিলেন প্রায় দেড়শো স্থায়ী ও অস্থায়ী কর্মী।  বিক্ষোভকারীদের দাবি, ১৪ মাস ধরে তাঁদের পিএফ এর টাকা জমা দেয়নি কারখানা কর্তৃপক্ষ। এমনকী নতুন করে তাঁদের সঙ্গে চুক্তিপত্রও করা হয়নি। এর প্রতিবাদে কারখানার গেটে বিক্ষোভ দেখান শ্রমিকরা।


আরও পড়ুন, ধরা পড়ল ২৫০ কুকুরছানা খুনে অভিযুক্ত ২ বাঁদর


শ্রমিকদের দাবি, নোটিশ দিয়ে কারখানা কর্তৃপক্ষ জানায় কারখানা বন্ধ থাকবে।শ্রমিকরা কাজ বন্ধ করবে না বলায় গেটে তালা লাগিয়ে শ্রমিকদের ঢুকতে দেওয়া হয়নি। আজ কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে।তাদের দাবী নতুন এগ্রিমেন্ট আর পি এফ এর টাকা জমা দিতে হবে।বিক্ষোভ সামাল দিতে হাজির হয় পুলিশ।                                                              


চিপস কারখানার কর্তৃপক্ষের দাবি, শ্রমিক অসন্তোষের জেরে বেশ কয়েকদিন ধরে উৎপাদন ব্যহত হচ্ছিল। সোমবার বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে যায়। তাই বাধ্য হয়েই কারখানা বন্ধ করতে হয়েছে।