ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ক্যালকাটা পুলিশ ক্লাবের (calcutta police club) উদ্যোগে রবিবার ম্যারাথন (marathon) দৌড়ে অংশ নিলেন প্রায় বারোশো মহিলা (women)। পার্ক স্ট্রিট থেকে সূচনা করেন পুলিশ ক্লাবের কর্তারা। নারীদের সম্মান জানাতেই এই আয়োজন, জানিয়েছেন উদ্যোক্তারা। 


কী হল?
লক্ষ্য নারী শিক্ষা, সুরক্ষা ও ক্ষমতায়ন। সেই জন্যই শহরে মহিলাদের ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল ক্যালকাটা পুলিশ ক্লাব। রবিবারের সকালে পার্ক স্ট্রিট মোড় থেকে শুরু হয় দৌড়। প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ৫ কিলোমিটার ম্য়ারাথন দৌড়ে অংশ নেন প্রায় বারোশো মহিলা। নারী দিবসের সপ্তাহে তাঁদের প্রতি সম্মান জানিয়ে কলকাতা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। 


গত মাসেই ম্যারাথন...
গত ফেব্রুয়ারিতেই শহরে শুরু হয় কলকাতা পুলিশের সেভ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথন। সেই কারণে মধ্য এবং দক্ষিণ কলকাতায় বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়। গতকাল রাত থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে। ৫, ১০ ও ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে অংশ নেন ২০ হাজার প্রতিযোগী। ভোর ৫টা ২০ মিনিটে রেড রোড থেকে কলকাতা পুলিশের তরফে হাফ ম্যারাথনের সূচনা করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। নিজেও ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন। এছাড়াও, ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেতা আবির চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা। কলকাতা পুলিশের হাফ ম্যারাথন উপলক্ষ্যে আজ বেলা ১২টা পর্যন্ত রেড রোডের উত্তর এবং দক্ষিণমুখী রাস্তা বন্ধ থাকবে। তার বদলে মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড-জওহরলাল নেহরু রোড বা স্ট্র্যান্ড রোড ব্যবহার করা যাবে। তার আগেই ফুটবল-জ্বরের মধ্যেই কলকাতায় ম্যারাথন ইভেন্ট। টাটা ম্যারাথনের ১০ ও ২৫ কিলোমিটার দুটি বিভাগে অংশ নেন দেশ-বিদেশের প্রতিযোগীরা। ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে লিঙ্গ বৈষম্য দূর করে কাজের ক্ষেত্রে সমানাধিকার ও ভোটাধিকারের দাবিতে পশ্চিমি দুনিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানেই নিহিত নারীদিবস উদযাপনের শিকড়। বিশেষ এই দিন আজ আরও পাঁচটা উৎসবের মতোই শুভেচ্ছা বিনিময়, কার্ড আদান-প্রদানের দিন। নারীশক্তির জন্য নিবেদিত বিশেষ এই দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুূন:অপেক্ষার অবসান, ৪০ মাস পরে টেস্টে সেঞ্চুরি বিরাটের