বিটন চক্রবর্তী, কাঁথি: মাদক দ্রব্য পাচারের জন্য বিভিন্ন ধরনের পন্থার সাহায্য নেন পাচারকারীরা। কিছু ক্ষেত্রে পাচারের চেষ্টা ব্যর্থ করে সেই মাদক বাজেয়াপ্ত করে পুলিশ। এবার সেই ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সরকারি বাসে করে গাঁজা (ganja) পাচারের চেষ্টা ব্যর্থ করে ১৪ জনকে আটক করল কাঁথি থানার পুলিশ (Kanthi police)।


বিভিন্ন বেসরকারি গাড়িতে পুলিশ ভালোভাবে চেকিং করলেও সরকারি বাসের ক্ষেত্রে ততটা কড়া মনোভাবের দেখা মেলা না। আর তাই সরকারি বাসে করে গাঁজা পাচারের ছক কষেছিল পাচারকারীরা। কিন্তু, শেষ রক্ষা হল না। ২০০ কেজি গাঁজা সহ ১৪ জনকে আটক করল পুলিশ। এদের মধ্যে দুজন মহিলাও রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বাসে করে গাঁজা পাচার করতে গিয়ে বিপত্তির সম্মুখীন হয় পাচারকারীরা। ২০০ কেজি গাজা সহ ১৪ জনকে আটক করল কাঁথি থানার পুলিশ।


আরও পড়ুন: Tab Scam: ট্যাব প্রতারণা কাণ্ডে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশের জালে আরও ১


কাঁথি থানা পুলিশ আধিকারিক দিবাকর দাস ও কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দানের নেতৃত্বে সরকারি বাসে অভিযান চালান। উপস্থিত ছিলেন মারিশদা থানার ওসি বুদ্ধদেব মালও। তল্লাশি চালানোর পর বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কাঁথি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 


কাঁথি মহাকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানান " বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞেস করা শুরু করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে"। সরকারি বাসের চালক সহ বাকিদের  জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে । এই চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও সন্ধান করা হচ্ছে।" 


প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তেই নানা উপায়ে মাদক দ্রব্য পাচার করে পাচারকারী। কয়েকটি ক্ষেত্রে পুলিশের হাতে তাদের গ্রেফতার হতে হলে পাচারকারীদের পাচার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয় না। যার পিছনে প্রশাসনের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ ওঠে বারবার। যদিও প্রশাসনের তরফে এই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: West Bengal Weather Updates: অবাধ উত্তুরে হাওয়া, আরও নামল পারদ, পুরোদস্তুর শীতের আগমন কবে? জানাল আবহাওয়া দফতর