ভাঙর: ডামুজালিতে উদ্ধার ১৭টি তাজা বোমা উদ্ধার। ভাঙর থানার পুলিশ আধিকারিকরা এই বোমা উদ্ধার করেছেন। এছাড়াও বোমা বানানোর কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এদিন, গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ে অভিযান চালায় পুলিশ। এরপরই সেই বোমা উদ্ধার করে পুলিশ। সেখানে পুলিশ দেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের খোঁজে ভাঙর থানার পুলিশ আধিকারিকরা।
কিছুদিন আগে রানীনগর (Raninagar) থানার কাতলামারী এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনাটি ঘটেছিল রানীনগর থানার কাতলামারী-২ পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার সময় কাতলামারী-২ পঞ্চায়েতের প্রধান জয়নাল আবেদনের বাড়ির ঢিল ছোড়া দূরে প্রতিবেশী সাজ্জাদ হোসেনের বাড়ির পিছনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমাটি সাজ্জাদ হোসেনের বাড়ির পেছনে মাটিতে গর্ত করে পোঁতা ছিল বলে অনুমান স্থানীয় মানুষজনের। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনার পর থেকেই পলাতক সাজ্জাদ হোসেন। প্রধানের বাড়ির কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই কাতলামারী বাবুপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর খবর দেওয়া হয় রানীনগর থানার পুলিশ প্রসাশনকে।
মিষ্টির দোকানের আড়়ালে অস্ত্রের কারবার
এদিকে, আরও একটি খবর কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল, তা ছিল মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে চলত অস্ত্রের কারবার। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করল রাজ্য পুলিশের STF। অস্ত্র উদ্ধারে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
ডোমকলে শোরগোল
বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ডোমকলের মিষ্টি ব্যবসায়ী মিনারুল শেখই অস্ত্র আনার বরাত দিয়েছিলেম মাশাদুল মণ্ডলকে। মিনারুলের মিষ্টির দোকানের আড়ালে চলত অস্ত্রের কারবার। মিষ্টির ব্যবসার নেপথ্যে কি শুধুই মিনারুল ও মাশাদুল? না কি আরও কেউ জড়িত আছেন, খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ মেনে গ্রুপ-ডি-তে নিযুক্ত ৪৪৮৭ জনের ওএমআর শিট প্রকাশ এসএসসি-র