অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শেষপর্যন্ত বউবাজার টপকে এসপ্ল্যানেড স্টেশনে পৌঁছল মেট্রোর রেক। রবিবার ট্রায়াল রানের জন্য শিয়ালদা থেকে এসপ্লানেড স্টেশনে আনা হয় মেট্রোর ২টি রেক। ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজারের বিপর্যস্ত অংশের সংস্কারের কাজ এখনও শেষ হয়নি। বিদ্যুৎ সংযোগও নেই। তাই মেট্রোর রেক ২টিকে ম্যানুয়েল পদ্ধতিতে টেনে এসপ্লানেড স্টেশনে নিয়ে যাওয়া হয়। চলতি বছরেই এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর চেষ্টা করা হচ্ছে। দ্রুত ট্রায়াল রানও শুরু হবে। তার আগে মেট্রোর রেকগুলিকে এনে এসপ্লানেড ও মহাকরণ স্টেশনের মাঝে রাখা হয়েছে। 


শেষ পর্যন্ত বউবাজার ছেড়ে এসপ্ল্যানেড (Esplanade) স্টেশনে পৌঁছল মেট্রোর রেক। রবিবার ট্রায়াল রানের জন্য শিয়ালদা থেকে এসপ্ল্যানেড স্টেশনে আনা হল মেট্রোর ২টি রেক। ম্যানুয়েল পদ্ধতিতে টেনে এসপ্ল্যানেড স্টেশনে নিয়ে যাওয়া হল মেট্রোর ২টি রেককে।


একদিকে যখন ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) কাজ এগোচ্ছে। তখন নিউ গড়িয়া (New Garia)-রুবি (Ruby) মেট্রোর ভাড়া তালিকা প্রকাশ করে দিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। নূন্যতম ভাড়া ৫ টাকা। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে লাগবে ২০ টাকা। দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া ৪৫ টাকা। জানা গেছে, এপ্রিল মাসের মধ্যেই  নিউ গড়িয়া থেকে রুবি লাইনের পরিষেবা চালু হয়ে যেতে পারে। ন্যূনতম ভাড়া ৫ টাকাই থাকছে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে গেলে সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। তবে, নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশন প্রথম কোনও জংশন মেট্রো স্টেশন হতে চলেছে। আমরা জানি যে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি মেট্রো স্টেশন চলে। সেই মেট্রোর সঙ্গে কানেক্ট হয়ে যাবে নিউ গড়িয়া থেকে রুবি। যে নিয়ম করা হচ্ছে তাতে, একবার টিকিট কেটেই যাত্রীরা দুবার মেট্রোয় চড়তে পারবেন। মাঝে আর টিকিট কাটার কোনও প্রয়োজন পড়বে না। সেদিক থেকে কাউকে একবার মেট্রো বদল করে টালিগঞ্জ থেকে রুবি আসতে গেলে তার ভাড়া পড়বে ৩৫ টাকা। এসপ্ল্যানেড, চাঁদনি, কালীঘাটের মত স্টেশনগুলি থেকে ৪০ টাকা দিতে হবে এবং দক্ষিণেশ্বর থেকে দমদম সরাসরি রুবি যেতে গেলে, মাঝে কবি সুভাষে একবার থেমে তাকে ৪৫ টাকা দিতে হবে। এই রেট চার্ট এখনও পর্যন্ত ঠিক হয়েছে। 


আরও পড়ুন: পোশাকের প্যাকেট খুলতেই বেরোল OMR শিট! বেহালায় কীভাবে এল?