সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বেসরকারি বাস (private bus) ও লরির (lorry) মুখোমুখি সংঘর্ষে (head on collision) জখম হলেন অন্তত ২০ জন (20 Injured) । হেমতাবাদ (Hemtabad) থানার বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। জখমদের রায়গঞ্জ মেডিকেল কলেজে (Raiganj Medical College) নিয়ে আসা হয়। বাস ও লরি, দুটিরই চালক পলাতক। তবে বিপদগ্রস্ত যানদুটি আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ।


কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে খবর, একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস রায়গঞ্জ থেকে বালুরঘাট যাচ্ছিল। হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি এলাকায় সেটি পৌছলে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন ২০ জন যাত্রী। ঘটনাটি জানাজানি হতে বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ছুটে আসে বহু মানুষ। এলাকায় ব্যাপক যানযটের সৃষ্টি হয়, চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের তড়িঘড়ি হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় । কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক বাস ও লড়ির চালক। তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। প্রসঙ্গত, এ রাজ্যে দুর্ঘটনার পরিসংখ্য়ান নেহাৎ কম নয়।


পর পর সড়ক দুর্ঘটনা... 
চালকের কানে হেডফোন, হাতে মোবাইল। অভিযোগ, এমন অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে একটি বাস। তাতে জখম বাসের অন্তত ২০ জন। গত রবিবার সকালে ৫১২ নম্বর জাতীয় সড়কের বাউল এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। জখম যাত্রীদের উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি  হাসপাতালে পৌঁছে দেন। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজন পরেও হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছন। জখম যাত্রীদের সাথে কথা বলেন। তাঁদের চিকিৎসার খোঁজখবরও নেন। হেডফোন ও মোবাইল ব্যবহার নাকি ভোরের কুয়াশাই এর নেপথ্যে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েই পালিয়েছেন বাসের চালক। এর দিনতিনেক আগে ধূপগুড়িতে এশিয়ান হাইওয়ের ওপর পণ্যবোঝাই দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়লা বোঝাই একটি লরি। জখম চালক ও খালাসিকে হাসপাতালে ভর্তি করা হয়। ধূপগুড়ির গিলান্ডি ব্রিজ লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর কয়লা বোঝাই লরির সঙ্গে পেঁয়াজ বোঝাই একটি লরির সংঘর্ষে আগুন লাগে কয়লা বোঝাই লরিটিতে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভয়ঙ্কর ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ ছিল। 


আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সরকারি পরিষেবার বিশদ খতিয়ান মুখ্যমন্ত্রীর