কলকাতা: প্যানেলে নাম ওঠা সত্ত্বেও অযৌক্তিক মামলায় নিয়োগ আটকে থাকার অভিযোগ। মিছিল করে বিকাশরঞ্জনের বাড়িতে ২০১৯-এর এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা।“ প্রথম দিন থেকে একজন বলে আসছেন, আমার জন্য নিয়োগ আটকে যাচ্ছে। রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে এসেছে ওরা।’’ নাম না করে তৃণমূলকে নিশানা আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যর (Bikashranjan Bhattacharya)। 




এদিকে নিয়োগের দাবিতে এসএসসি চেয়ারম্য়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্দোলনকারীরা। সল্টলেকে গিয়ে  চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ। আন্দোলনকারীদের ২ জনের প্রতিনিধি দল দেখা করে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে। মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হবে, আশ্বাস এসএসসি চেয়ারম্যানের, দাবি আন্দোলনকারী এসএলএসটি চাকরিপ্রার্থীদের।


 'SSC জালিয়াতি করে আমাদার পথে বসিয়েছে, সমাধান করতে হবে SSC-কেই', দাবি SLST আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের।


প্রধানমন্ত্রীর সফরের জন্য ধর্না বন্ধ? পুলিশের তরফ থেকে শুক্রবার ধর্নায় বসতে নিষেধ এসএলএসটি চাকরিপ্রার্থীদের। গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে নিষেধাজ্ঞা, এমনটাই দাবি ছিল আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের। জানা গিয়েছে, ময়দান থানার তরফে আন্দোলনকারীদের জানান হয়েছে এই মর্মে, "আপনাদের জানান হচ্ছে ৩০ তারিখ গাঁধী মূর্তির পাদদেশে আপনাদের ধর্না প্রোগামটি করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য এই নির্দেশ। আপনারা নিজেরা এ বিষয়ে কথা বলে আমাদের নিশ্চিত করুন।"                                          


আগে যা হয়েছে:
নবম থেকে দ্বাদশের যুব-ছাত্র অধিকার মঞ্চ, SLST থেকে শুরু করে রাজ্য সরকারের-গ্রুপ ডি, মাদ্রাসা কমিশন, নার্সিং---নিয়োগের দাবিতে সম্প্রতি মহাজোট তৈরি করে আন্দোলনে নামে চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ।  ১৯ ডিসেম্বর নিয়োগের দাবিতে কলকাতায় বড় মিছিলও করে তারা। এরপর ফের নবান্নের সামনে কাজিপাড়ার কাছে জড়ো হন চাকরিপ্রার্থীদের নয়টি মঞ্চের প্রতিনিধিরা। দ্রুত নিয়োগ এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তোলেন তারা। তবে নিয়োগের দাবিতে আসা চাকরিপ্রার্থীদের, পাঁজাকোলা করে গাড়িতে তুলে দেয় পুলিশ। ১৬ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।


নভেম্বরেই রাস্তায় নেমে ধুন্ধুমার করেছিলেন SLST চাকরিপ্রার্থীরা। পরীক্ষার জন্য নতুন বিজ্ঞপ্তির জন্য রাস্তায় নেমেছিলেন তাঁরা। সেদিন আন্দোলনকারীদের আটক করেছিল পুলিশ। টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।


আরও পড়ুন: আবাস দুর্নীতির জেরে রাজ্যে কেন্দ্রীয় দল, আজ সফর কোথায় কোথায় ?