কলকাতা: এই পৃথিবীতে কত কী না ঘটে! নানা মানুষের নানা ইচ্ছে থাকে। তাই বলে সেই ইচ্ছের দাম দিতে ভারতীয় টাকার ১৮ লক্ষেরও বেশি খসালেন এক ব্যক্তি? হ্যাঁ, এমনটাই হয়েছে। এক ব্যক্তির শিয়াল সাজার ইচ্ছের চোটে প্রায় কয়েক লক্ষ খরচ করে ফেললেন। ইনস্টাগ্রামে সেই স্টোরিটি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় তা।
জানা গিয়েছে ওই ব্যক্তি দু'পায়ে হাঁটতে আর পছন্দ করছেন না। তাঁর ইচ্ছে তিনি চার পায়ে হাঁটবেন। নেকড়ে তাঁর বেশ পছন্দের প্রাণী। তাই সেই শিয়াল সাজারই সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। তবে পার্মানেন্টলি নয়। কস্টিউমে নেকড়ে সাজলেন জাপানের ওই ব্যক্তি। প্রখ্যাত কস্টিউম ডিজাইন সংস্থা Zeppet এই কস্টিউমটি তৈরি করেছে।
এমন কস্টিউম যিনি কিনেছেন সেই ক্রেতা অবশ্য নিজের নাম প্রকাশ্যে আনতে চাননি। তবে বলেন, "আমার প্রাণীদের প্রতি ভালবাসার ফল এটি। ছোটবেলা থেকেই আমি পশুপাখি ভালবাসি। টেলিভিশনে দেখেছি কীভাবে মানুষ প্রাণী সেজে ঘুরে বেড়ায়। আমিও তখন থেকেই স্বপ্ন দেখতাম একদিন আমিও এমন সাজব।"
আরও পড়ুন, কন্যাসন্তানের জন্ম হলেই ১১১টি গাছ রোপণ, মেয়েদেরকে মাথায় তুলে রাখে দেশের এই গ্রামটি
তিনি এও বলেন, "আমি অবশ্য নেকড়ে সাজতে চেয়েছি। যদিও তা যে কস্টিউম তা যেন বোঝা না যায়। একদম রিয়েল হয়। তাই একেবারে নিখুঁত এবং ছোট ছোট ডিটেলসগুলোও কস্টিউমে রাখতে চেষ্টা করা হয়েছে। অনেক ফিচার্স এবং স্পেসিফিকেশনেও বদল করা হয়েছে।"
সংস্থার তরফে বলা হয়েছে, ৫০ দিন সময় লেগেছে এই আউটফিটটি তৈরি করতে। ক্রেতা অবশ্য বলেছেন তিনি অত্যন্ত খুশি এই ধরনের আউটফিট পেয়ে। তিনি এও বলেন, "যখন ফাইনাল ফিটিংস হচ্ছিল, সেই সময় আয়নায় নিজেকে দেখে চমকেই উঠেছিলাম। যেন স্বপ্নের সময়কে ছুঁতে পেরেছি। যা চেয়েছি সেটাই পেয়েছি কস্টিউম পেয়ে।"