কলকাতা: ২০২৫-এর একাদশ শ্রেণির দ্বিতীয় সিমেস্টারের (WBCHSE) পরীক্ষার সময় বদল। দুপুর ৩টের বদলে পরীক্ষা হবে ২টো থেকে। বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। 


পরীক্ষার সময় বদল: নির্দেশিকা জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার শুরু হবে দুপুর ২টো থেকে। শেষ হবে বিকেল ৪টে। তবে ভিস্যুয়াল আর্ট, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে শেষ হবে ৩টে বেজে ১৫ মিনিট পর্যন্ত। সংশ্লিষ্ট পরিবর্তনের কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে সংসদের তরফে। পাশাপাশি আরও একটি নির্দেশিকা জারি করে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: Saayoni Ghosh: দলে 'শুদ্ধিকরণের' বার্তা, জুতোপেটার দাওয়াই সায়নী ঘোষের