সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: মহিলা-সহ ৩ জনকে মারধরের অভিযোগে আলোড়ন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj Donation Attack)। নির্যাতিতদের দাবি, চাঁদা আদায়ের নাম জুলুমবাজি করা হয়েছে তাঁদের উপর। স্বামী-ছেলে-সহ মহিলাকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। আপাতত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত মহিলা। অভিযোগকারীর বক্তব্য, ১ হাজার টাকা চাঁদা দেওয়ার পরও চাঁদা দাবি করা হয়েছিল। দিতে অস্বীকার করায় মারধর করা হয় তাঁদের। ভাঙচুর চালানো হয় দোকানেও, অভিযোগ আক্রান্ত মহিলা। সব অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় পুর-কোঅর্ডিনেটর এবং ক্লাবের সভাপতি। 


কী জানা গেল?
আক্রান্ত পরিবার রায়গঞ্জের পূর্ব নেতাজিপল্লীর বাসিন্দা। সেখানকারই একটি ক্লাব কালীপুজোর আয়োজন করে। সূত্রের খবর, ওই ক্লাবকে যে ১ হাজার টাকা চাঁদা দেওয়া হয়েছিল, তার পরিবর্তে ক্লাব-সংলগ্ন ফাঁকা জায়গায় ঠেলাগাড়িতে রোল-চাউমিনের একটি দোকান বসান ওই পরিবারের সদস্যরা। গত কয়েকদিন ধরে ওই এলাকায় পুরোদস্তুর অনুষ্ঠানের মেজাজ ছিল। অভিযোগ, গত কাল, বুধবার ওই ক্লাবের এক জন সদস্য ফের তাঁদের কাছে গিয়ে ১ হাজার টাকা চাঁদা চান। টাকা দিতে অস্বীকার করলে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় বলে প্রাথমিক ভাবে খবর। সেখান থেকে হাতাহাতি পর্যন্ত আরম্ভ হয়ে যায় বলে খবর। অভিযোগ, তার পরই ওই মহিলা, তাঁর স্বামী ও ছেলেকে মারধর করা হয়। রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এর মধ্যেই। যদিও ক্লাবের সভাপতি এবং তৃণমূলের স্থানীয় পুর-কোঅর্ডিনেটর রতন মজুমদার জানান, এটি পাড়ার বিষয়। পাড়াতেই মিটিয়ে নেওয়া হবে। তাঁর আরও দাবি, ধাক্কাধাক্কিতে মহিলার আঘাত লেগে থাকতে পারে। তিনি আক্রান্ত পরিবারটির বাড়ি গিয়েছিলেন। তাঁদের সঙ্গে কথাও হয়েছে। তবে রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন ওই মহিলার অবস্থান সঙ্কটজনক বলে সূত্রে খবর।


জলপাইগুড়ির স্মৃতি?
দিনদুয়েক আগে, জলপাইগুড়ির ধূপগুড়িতে একেবারে জাতীয় সড়কের ওপর চাঁদার জুলুমের অভিযোগ ওঠে! সেখানে জুলুম ঠেকাতে গিয়ে মাথা ফেটেছিল অতিরিক্ত পুলিশ সুপারের (গ্রামীণ)। ঘটনায় ৩ জনকে গ্রেফতারও করা হয়। পরে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ ধূপগুড়ির আংরাভাসা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর জন্য জাতীয় সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে চলছিল চাঁদা আদায়। খবর পেয়ে বাহিনী নিয়ে সেখানে যান অতিরিক্ত পুলিশ সুুপার গ্রামীণ ওয়াংদেন ভুটিয়া। অভিযোগ, তখনই পুলিশের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ইটের ঘায়ে জখম হন পুলিশ অফিসার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন:ভিসা ছাড়াই ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ধৃত ২ পাকিস্তানি নাগরিক