পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ডায়েরিয়ার (Diarrhea) প্রকোপ বাঁকুড়ার (Bankura News) ছাতনার তাঁতিপুকুরে। ৫দিনে ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন এলাকাবাসী। যদিও প্রশাসনের দাবি, ওই এলাকায় একজনের মৃত্যু হয়েছে। কী ভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তা জানতে জল ও খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
কী পরিস্থিতি?
জ্বর, বমি, সঙ্গে পেটের গণ্ডগোল। ঘরে ঘরে অসুস্থতা। ডায়েরিয়ায় ৫দিনে ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কে বাঁকুড়ার ছাতনার তাঁতিপুকুর এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, গত ১৭ অগাস্ট থেকে এলাকায় ডায়েরিয়ার প্রকোপ দেখা যায়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বুধবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় এক ডায়েরিয়া আক্রান্তের। যদিও, এলাকাবাসীরা দাবি করছেন, সংখ্যাটা ১ নয়, গত ৫দিনে প্রাণ গেছে ৩ জনের। এলাকায় আরও ১০ জন ডায়েরিয়ায় আক্রান্ত। ছাতনার তাঁতিপুকুর এলাকায় ইতিমধ্যেই মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ওষুধ, ওআরএস, ব্লিচিং পাউডার বিলি করছেন আশা কর্মীরা। গ্রামবাসীদের পুকুর ও নলকূপের জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। জলের পাউচ বিলি করছে প্রশাসন। কীভাবে সংক্রমণ ছড়াচ্ছে, তা জানতে জল ও খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে গ্রামবাসীদের এলাকা পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক রয়েছে জেলা প্রশাসনও। বর্ষার মরসুমে সাধারণত জলবাহিত এই রোগের প্রকোপ প্রায় প্রতি বছরই দেখা যায়। তবে শুধু বর্ষা নয়। গত বছর যেমন মে মাসের গরমেও ডায়েরিয়ার দাপট দেখা গিয়েছিল। সে বার প্রকোপ ছড়ায় পশ্চিম বর্ধমানে।
ডায়েরিয়ার প্রকোপ নতুন নয়...
সে বার প্রচণ্ড গরমের মধ্যেই, পশ্চিম বর্ধমানের অন্ডালে, জলবাহিত রোগের প্রকোপ দেখা দেয়, ছড়ায়ডায়রিয়ার আতঙ্ক। আক্রান্ত হন প্রায় ২০ থেকে ২৫ জন। অন্ডালের, তামলা গ্রামের বাউড়ি পাড়ায়, প্রায় হাজার খানেক মানুষের বাস। জানা যায়, টানা কয়েকদিন ধরেই, অসুস্থ হচ্ছেন একের পর এক গ্রামবাসী। বমি, সঙ্গে পেটখারাপ। বাসিন্দাদের দাবি ছিল, পানীয় জল থেকেই ছড়াচ্ছে অসুখ। আক্রান্তদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। অন্ডালের বাসিন্দা বিধান বাউড়ি বলেন, “৪ দিন হাসপাতালে ভর্তি ছিলাম। এক গ্লাস জল খেয়েই শরীর খারাপ লাগে।’’ আরেক বাসিন্দা মিতা পালের কথায়, “টিউবওয়েল ছাড়াও অনেকে পুকুরের জল ব্যাবহার করে। জলের সমস্যা একটা রয়েছে।’’ কিছুটা এক পরিস্থিতি এক বার বাঁকুড়ার তাঁতিপুকুরে।
আরও পড়ুন:চন্দ্রপৃষ্ঠে নামার ঠিক আগে কেমন ছিল দৃশ্য ? বিক্রমের চোখে চাঁদে পা