DRDO Recruitment 2023: ডিআরডিও (DRDO) অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে রয়েছে চাকরির সুযোগ। শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করবে ডিআরডিও কর্তৃপক্ষ। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। এর জন্য আবেদনকারীদের যেতে হবে ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in - এখানে। জানা গিয়েছে, ৫৪টি শূন্যপদে নিয়োগ করা হবে শিক্ষানবিশদের। আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। এই অ্যাপ্লিকেশন পাঠাতে হবে Integrated Test Range (ITR), (চাঁদিপুর, বালাসোর, ওড়িশা - ৭৫৬০২৫) এর ডিরেক্টরকে। অ্যাপ্লিকেশনের সঙ্গে আবেদনকারীদের পাঠাতে হবে সমস্ত ডকুমেন্টের ফটোকপি, শিক্ষাক্ষেত্রের মার্কশিট, দশম ও দ্বাদশ শ্রেণির সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য) এবং পরিচয় পত্র। উল্লিখিত ঠিকানায় এইসব নথি পাঠাতে হবে আবেদনকারীদের। Integrated Test Range (ITR)- এর ডিরেক্টরকে যে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে তা টাইপ করে লেখা হতে হবে। 


কোথায় কত শূন্যপদ


মোট ৫৪ জন শিক্ষানবিশকে নিয়োগ করবে ডিআরডিও। এদের মধ্যে ২০ জন্য Graduate Apprentice পদে নিযুক্ত হবেন। আর বাকি ২৪ জন্য নিযুক্ত হবেন Technician Apprentice পদে। 


আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা


উল্লিখিত পদে যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের কাছে B.E/ B.Tech/ Diploma/ BBA/ B.Com - এইসব ডিগ্রির কোনও একটি থাকতে হবে। আবেদনকারীদের স্নাতক বা এইসব ডিগ্রি কোর্সে উত্তীর্ণ হতে হবে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে। 


যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেবে ডিআরডিও কর্তৃপক্ষ


লিখিত পরীক্ষা, ব্যক্তিগত স্তরে ইন্টারভিউ - দুটোই হবে শর্টলিস্ট হওয়া ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। অর্থাৎ প্রথমে একদল যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। পরবর্তী পর্বে বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত স্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে। 


ডিআরডিও- তে আরও চাকরির সুযোগ


ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও (DRDO) নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। নিয়োগ করা হবে ২০৪টি শূন্যপদে। সায়েটিস্ট 'বি' এই পদে নিয়োগ করবে ডিআরডিও। অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ডিআরডিও- এর অফিশিয়াল ওয়েবসাইট www.drdo.gov.in - এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন ইউজাররা। 


আরও পড়ুন- ৬০ হাজার টাকা মাসে বেতন, কলকাতা পুরসভায় হচ্ছে নিয়োগ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।


Education Loan Information:

Calculate Education Loan EMI