কলকাতা: টাকা উদ্ধার মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ঝাড়খণ্ডের তিন বিধায়ক। মামলা করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। দ্রুত শুনানির আবেদন করা হয়েছে। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতির।


গতকালই টাকা উদ্ধারের মামলা সিবিআই (CBI) বা কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তরের আবেদন খারিজ করেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক। এর পাশাপাশি, ঝাড়খণ্ডের তিন বিধায়ক হাইকোর্টে (Calcutta High Court) জামিনের আবেদন জানিয়েছেন। জরুরি ভিত্তিতে আজই জামিন-মামলা শোনার আর্জি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলার অনুমতি। আগামী সোমবার শুনানি।


নয়া মোড়: ঝাড়খণ্ডকাণ্ডে (Jharkhand) সিআইডি তদন্তে নতুন তথ্য মেলে। সিআইডি (CID) সূত্রে দাবি, উদ্ধার হওয়া ৪৯ লক্ষ টাকাই শুধু নয়, তার আগেও কংগ্রেস বিধায়কদের টাকা দেওয়া হয়েছিল। সিআইডি সূত্রে দাবি, গুয়াহাটি থেকে কলকাতার এক ব্যবসায়ীর কাছে আসত টাকা দেওয়ার নির্দেশ।  ২৯ জুলাইয়ের আগে, গত ২০ জুলাই কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি ও রাজেশ কচ্ছপ গুয়াহাটি গিয়েছিলেন। অভিযোগ, সেখান থেকে তাঁরা কলকাতায় ফিরে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের থেকে নেন ৭৫ লক্ষ টাকা।


এর পর সেই টাকা নিয়ে কংগ্রেস বিধায়করা ঝাড়খণ্ডে যান বলে অভিযোগ। অভিযোগ, ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের কাছে গুয়াহাটি থেকে আসত টাকা দেওয়ার নির্দেশ। তারপর তা দেওয়া হত বিভিন্ন ব্যক্তিকে। এর পর ফের ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে পাঠিয়েছে বলে সূত্রের খবর। 


কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়। ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়িতে টাকা উদ্ধারের তদন্ত চালিয়ে যাবে এরাজ্যের CID। ঝাড়খণ্ডের তিন বিধায়কের আর্জি খারিজ করে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য। 


৪৯ লক্ষ টাকা উদ্ধার: হাওড়ায় ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর ঝাড়গ্রাম-ঝাড়খণ্ড সীমানার একাধিক জায়গায় পুলিশের তরফে নাকা তল্লাশি শুরু হয়। ১০ অগাস্ট অবধি তাঁদের সিআইডি হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, ৩ কংগ্রেস বিধায়ক দাবি করেছেন, তাঁরা বড়বাজারে শাড়ি কিনতে এসেছিলেন। যদিও তখন টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেননি কেউই। ঝাড়খণ্ডমুখী সমস্ত গাড়িকে পরীক্ষা করা হচ্ছে। ঝাড়গ্রামের জামবনি থানার চিচিড়ায় ৬ নম্বর জাতীয় সড়কের ওপর চলছে নাকা চেকিং। সেই ছবি ধরা পড়ে এবিপি আনন্দর ক্যামেরায়।