এরশাদ আলম, সাঁইথিয়া (বীরভূমে): বীরভূমের সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর সভামঞ্চে পোস্টার লাগানো ঘিরে বিতর্ক। নারদ-মামলায় বিরোধী দলনেতার বিতর্কিত ছবি-সমেত পোস্টারে ছয়লাপ সাঁইথিয়া শহর। স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ ও সন্ত্রাসমুক্ত রাজ্যের দাবিতে আজ সাঁইথিয়ায় পদযাত্রা ও সভা করার কথা শুভেন্দু অধিকারীর। তার আগে বিরোধী দলনেতার নামে বিতর্কিত পোস্টার পড়ায় নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে বিজেপি। এ নিয়ে শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
নিয়োগ-দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এই আবহে মঙ্গলবার, দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করে, শুভেন্দু অধিকারী দাবি করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একশোজন তৃণমূল নেতার নামের তালিকা দিয়েছেন তিনি। এনিয়ে পাল্টা সরব হয়েছে তৃণমূলও। মুখ্যমন্ত্রীর সফরের আগে দিল্লিতে অমিত শা-র সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক করেন শুভেন্দু। বেলা ১২টায় সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন শুভেন্দু। বৈঠকের পর দিল্লিতে আলাদা করে আলোচনায় বসবেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।
উল্লেখ্য, রাজ্য সফরে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তার মধ্যেই, রাতের অন্ধকারে পঞ্চায়েত থেকে নথি লোপাটের অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, ঠিক নয় বলে দাবি তৃণমূলের। একই দাবি করেছেন জেলাশাসকও। কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে দুর্নীতি হয়েছে কি না, খতিয়ে দেখতে রাজ্য এসেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল! রবিবার পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল থাকবে পূর্ব মেদিনীপুরে।
তার আগে, বৃহস্পতিবার পটাশপুরে আসে কেন্দ্রীয় প্রতিনিধিদল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ডিরেক্টর রাঘবেন্দ্রপ্রসাদ সিংহের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল পটাশপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখে! কেন্দ্রীয় প্রতিনিধিদলের জেলা সফরের আগেই, শুভেন্দু অধিকারীর ট্যুইট ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। বিরোধী দলনেতা ট্যুইট করে বলেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির বাস্তবায়নে, বা কাজ দেওয়ার ক্ষেত্রে, কোনও অসঙ্গতি বা অসামঞ্জস্য খুঁজে বের করতে বিভিন্ন জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তার মধ্যেই অনেক পঞ্চায়েতে আবার রাতে দুর্নীতির নথিপত্র সরানো চলছে।