ভাস্কর মুখোপাধ্যায়, নলহাটি: বীরভূমের (Birbhum) পাথর খাদানে (stone mine) মাটি ধসে মৃত্যু হল তিনজন শ্রমিকের। জখম হয়েছে আরও একজন শ্রমিক। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার নলহাটি (Nalhati) থানার বানিওর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলহাটি পাহাড়ের পারসিনালা গ্রামের কাছে একটি খাদানে। মৃতদেহগুলি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জখম শ্রমিককেও সেখানে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: Rampurhat News: কাটমানি চেয়ে হুমকি তৃণমূলের অঞ্চল সভাপতির, অডিও ভাইরালের পর অভিযোগ থানায়
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নলহাটি পাহাড়ের পারসিনালা গ্রামের কাছে একটি পাথর খাদানে ড্রিলিং করার কাজ চলছিল। আচমকা সেখানকার মাটিতে ধস নামে। এর ফলে তিন জন শ্রমিক দুর্ঘটনাস্থলে মারা যান। অন্য আরও একজন শ্রমিক জখম হন। যে পাথর খাদানে এই দুর্ঘটনাটি ঘটেছে তার মালিকের নাম পিংকু হাঁসদা। বাড়ি ডহরনাঙি এলাকায়।
প্রসঙ্গত উল্লেখ্য, মাঝে মধ্যেই বীরভূমের বিভিন্ন পাথর খাদানে ধস নেমে দুর্ঘটনা ঘটে। অভিযোগ, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই ওই পাথর খাদানগুলিতে কাজ করায় মালিকরা। যার জেরে দুর্ঘটনাগুলি ঘটে। এর ফলে অনেক সময় শ্রমিকরা জখম হওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে কিছুজনের মৃত্যু পর্যন্ত হয়। সম্প্রতি নলহাটির পাথরবলয় এলাকার ভবানন্দপুর-নসিপুরে খাদানে ধসের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। এরপর আবার মঙ্গলবার একই ধরনের দুর্ঘটনা ঘটায় শ্রমিকদের নিরাপত্তা বিষয়টা ঠিকঠাক মানা হচ্ছে না বলে অভিযোগ উঠছে।
অন্যদিকে এই ধরনের খাদানগুলি কোনও বৈধতা নেই , এই খাদানগুলি থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে পাথর তোলা হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। অনেক সময় অবৈধ এই সব খাদান থেকে পাথর তোলার বিষয়ে নিষেধ করা হলেও তা মানা হয় না বলেও অভিযোগ। স্থানীয় প্রভাবশালী লোকেরা এই সব খাদানের পিছনে রয়েছে বলে প্রশাসনও সবকিছু জেনে চুপ থাকে বলে দাবি করেছে স্থানীয় বাসিন্দাদের একাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।